05:44 PM (IST) Mar 04
দিনের শেষে চালকের আসনে ভারত

মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৭ রানে ৬ উইকেট। ক্রিজে রয়েছেন জাদেজা ও অশ্বিন।

05:43 PM (IST) Mar 04
৯৬ রানে আউট পন্থ

৯৬ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হলেন পন্থ। ৯টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস।

03:12 PM (IST) Mar 04
আউড শ্রেয়স আইয়র

কোহলির শততম টেস্টে ব্য়াট হাতে বড় রান পেলেন না শ্রেয়স আইয়রও। ২৭ রান করে ধনঞ্জয়া ডিসিলভার বলে আউট হন তিনি। ভারতের স্কোর ২২৮ রানে ৫  উইকেট।

 

 

02:30 PM (IST) Mar 04
চা- বিরতিতে ভারতের স্কোর ১৯৯ রানে ৪ উইকেট

কোহলি-হনুমাকে হারিয়ে কিছুটা চাপে ভারতীয় ক্রিকেট দল। চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৯৯ রানে ৪  উইকেট।

01:26 PM (IST) Mar 04
আউট বিরাট কোহলি

অধরা থেকে গেল শতরান। ৪৫ রান করে শততম ইনিংসে আউট হলেন বিরাট কোহলি।

 

01:06 PM (IST) Mar 04
টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি

শততম  টেস্টে আরও একটি বিরাট মাইল স্টোন ছুঁলেন বিরাট কোহলি। ৮ হাজার রান করতে বিরাট কোহলির প্রয়োজন ছিল ৩৮ রান। সেই লক্ষ্য পূরণ করে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় ব্য়াটসম্যানদের মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগের পর এই নজির গড়লেন  বিরাট কোহলি।

 

11:35 AM (IST) Mar 04
লাঞ্চ পর্যন্ত ১৫ রানে নট আউট বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১০৯ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও হনুমা বিহারি। ১৫ রানে অপরাজিত রয়েছেন বিরাট।

 

11:03 AM (IST) Mar 04
ব্য়াট করতে নামলেন বিরাট কোহলি

৩৩ রান করে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। ৮০ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। ব্য়াট করতে নামলেন বিরাট কোহলি।

 

10:44 AM (IST) Mar 04
আউট রোহিত শর্মা

অধিনায়ক হিসেে প্রথম  টেস্টে বড় রান করতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। ২৯ রান করে আউট হলেন তিনি। ৫২ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। বিরাট কোহলির ব্য়াট দেখার অপেক্ষায় সকলেই।

09:34 AM (IST) Mar 04
বিরাট কোহলিকে বিশেষ স্মারক বিসিসিআইয়ের

বিরাটের শততম টেস্ট শুরুর আগে তাঁকে সম্মান জানাল বিসিসিআই। রাহুল দ্রাবিড় স্মারক তুলে দিলেন বিরাটের হাতে। উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। বিরাটের দাদা রয়েছেন গ্যালারিতে। উপস্থিত ছিল ভারতীয় দল।

 

 

 

09:32 AM (IST) Mar 04
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে তিন স্পিনার

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে তিন স্পিনার। সুযোগ পেলেন শ্রেয়স আইয়র ও হনুমা বিহারি।

 

 

09:30 AM (IST) Mar 04
বিরাটের শততম টেস্টে টস জিতল রোহিত

বিরাটের শততম টেস্টে টস জিতল রোহিত।টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে এটি প্রথম ম্য়াচ রোহতি শর্মা।

 

09:28 AM (IST) Mar 04
শততম টেস্টের দিন বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তা বিসিসিআইয়ের

শততম টেস্টের দিন বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তা বিসিসিআইয়ের।

 

 

 

09:27 AM (IST) Mar 04
শততম টেস্ট নিয়ে বিরাট কোহলিকে শুভেচ্ছা লিটল মাস্টার সুনীল গাভাসকরের

শততম টেস্ট নিয়ে বিরাট কোহলিকে শুভেচ্ছা লিটল মাস্টার সুনীল গাভাসকরের।

 

 

09:26 AM (IST) Mar 04
বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের

বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের

 

 

09:25 AM (IST) Mar 04
বিরাট কোহলিকে মাইলস্টোন ম্য়াচ নিয়ে শুভেচ্ছা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

বিরাট কোহলিকে মাইলস্টোন ম্য়াচ নিয়ে শুভেচ্ছা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের

 

 

 

09:24 AM (IST) Mar 04
বিরাট কোহলির শততম টেস্টের আগে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

বিরাট কোহলির শততম টেস্টের আগে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের।

 

 

Read more Articles on