সংক্ষিপ্ত

  • পাকিস্তান ক্রিকেট দলে অব্যাহত করোনার থাবা
  • এর আগে ৭ জন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিল
  • এবার নতুন করে আরও ৩ জন প্লেয়ার আক্রান্ত
  • প্রশ্ন চিহ্নের মুখে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলে অব্যাহত করোনা ভাইরাসের থাবা। এর আগেই দলের ৭ জন ক্রিকেটার বিশ্ব মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার কোভিড ১৯-এ আক্রান্ত হল আরও ৩ ক্রিকেটার। যার ফলে সিরিজ শুরুর আগেই করোনা আক্রান্ত হয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট দলের ১০ জন ক্রিকেটার। দলে লাগাতার  মারণ ভাইরাসের থাবার কারণে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডজের সিরিজ।

পাকিস্তান দলে লাগাতার করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় অসন্তুষ্ট নিউজিল্যান্ড প্রসাসনও। কারণ কিউইদের দেশে করোনা সংক্রমণ একেবারেই কম। ২৪ নভেম্বর নিউজিল্যান্ডে পৌছায় পাকিস্তান ক্রিকেট দল। হোটেল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের পরই প্রথমে ৬ জন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।  তারপর আরও ১ জন করোনা আক্রান্ত হন। পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভঙ্গেরও অভিযোগ উঠেছে। ছার কারণে ফের নিয়ম ভাঙলে নিউজিল্যান্ড থেকে বহিষ্কারেরও হুঁশিয়ারী দেওয়া হয়েছে। এবার তারই মধ্যে আরও ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় পাক দলকে নিয়ে রীতিমত উদ্বেগ তৈরি হয়েছে।

এই সব কিছুর ফলে ক্রমশ অনিশ্চিৎ হয়ে পড়ছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ। কারণ নিউজিল্যান্ডে ৩টে টি ২০ এবং ২টো টেস্ট ম্যাচ খেলার কথা পাকিস্তানের। ১৮ ডিসেম্বর টি ২০ ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা দুই দলের সিরিজ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। কিন্তু পাকিস্তানের ১০ জন প্লেয়ার করোনা আক্রান্ত। সংক্রমণ আরও কারও মধ্যে ছড়িয়েছে কিনা সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড এখন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।