সংক্ষিপ্ত

সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট। প্রথম ইনিংসে ৪১৬ রান করল অজিরা। সেঞ্চুরি (Century) করেছেন উসমান খোয়াজা (Usman Khawaja)। অর্ধশতরান করেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। দেনর শেষ ইংল্য়ান্ডের স্কোর বিনা উইকেটে ১৩। 
 

অ্যাসেজে (Ashes) পরপর তিনটি টেস্ট জিতে সিরিজ জয় হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। ৫ ম্য়াচের টেস্ট সিরিজে ইংল্য়ান্ড পুরোপুরি চুনকাম করাই যে তাদের লক্ষ্য তা পরিষ্কার করে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। অপরদিকে, ডামাডোন ইংল্য়ান্ড শিবিরে। অ্যাসেজে লজ্জাজনক পারফরম্যান্সের পর উঠেছে জো রুটের (Joe Root) অধিনায়কত্ব ছাড়ার দাবিও। যদিও প্রাক্তনদের এই দাবিকে গুরুত্ব না দিয়ে চতুর্থ ও পঞ্চম টেস্ট ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ব্রিটিশ লায়ন্সরা। কিন্তু সিডনিতে (Sydney) চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে যথেষ্ট শক্তপোক্ত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের বেশিরভাগ খেলাই বৃষ্টির কারণে না হলেও দ্বিতী প্রায় পুরো খেলা হয়। ২ বছর পর দলে ফিরে উসমান খোয়াজার (Usman Khawaja) দুরন্ত সেঞ্চুরি ও স্টিভ স্মিথের (Steve Smith)অর্ধশতরান সহ দলগত প্রয়াসে ৮ উইকেটে ৪১৬ রান করে ডিক্লেয়ার করে অজিরা। জবাবে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৩।

সিডনিতে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ওমার্কাস হ্যারিস। ৫১ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ে অজিদের। ৩০ রান করে আউট হন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ৬০ রানের পার্টনারশিপ করেন মার্কাস হ্যারিস ও মার্নাস লাবুশানে। তবে ১১১ রানে দ্বিতীয় উইকেট  ও ১১৭ রানে তৃতীয় উইকটে পড়ে ক্যাঙারু বাহিনির। ৩৮ ও ২৮ করে আউট হন হ্যারিস ও লাবুশানে। এরপর ইনিংসের রাশ পুরোপুরি ধরে নেন স্টিভ স্মিথ ও উসমান খোয়াজা। নিজেদের অর্ধশতরান পূরণ করেন দুই তারকা। ১১৫ রানের পার্টনারশিপ করার পর চতুর্থ উইকেট পড়ে অজিদের। ব্য

এতদিক থেকে উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে উসমান খোয়াজা। নিজের শতরান পূরণ করেন তিনি। ২ বছর পর দবে ফিরেই শতরান করতে পেরে খুশি খোয়াজা। ট্রেভিস হেজের করোনা না হলে খাওয়াজা ফেরার সুযোগই পেতেন না।  কিন্তু এমন কামব্যাক করে সকলকে নিজের জাত আরও একবার চেনালেন খোয়াজা। খাওয়াজার সঙ্গে ৪৬ রানের পার্টনারশিপ করে আউট হন প্যাট কামিন্স। ৩৪১ রানে সপ্তমউইকেট পড়ে অস্ট্রেলিয়ার। এরপর খোয়াজা ও মিচেল স্টার্ক মিলে যোগ ৬৭ রান। দলের ৩৯৮ রানে মাথায় ব্যক্তিগত ১৩৭ রান করে আউট হন খোয়াজা। এরপর শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪১৬ রানে ডিক্লেয়ার করে অজিরা। ৩৪ রানে অপরাজিত থাকেন স্টার্ক ও ১৬ রান করে অপরাজিত ছিলেন ন্য়াথান লিঁয়। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। দিনের শেষে ইংল্যান্ড মাত্র ৫ ওভার ব্যাট করে। উইকেট না হারিয়ে করেছে ১৩ রান। তবে ২ দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। প্রথমইনিংসে ৪১৬ রানের বড় স্কোর করায় ম্যাচ হারের সম্ভাবনা অস্ট্রলেয়ির কম বলেই মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।