সংক্ষিপ্ত

  • রঞ্জিতে রাজস্থানকে  হারাল বাংলা
  • সরাসরি হারিয়ে ৬ পয়েন্ট পেলেন মনোজরা
  • মিডল অর্ডার-এর ব্যর্থতা ঢাকলেন টেল এন্ডার-রা
  • কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত বাংলার
     

রূদ্ধশ্বাস ম্যাচ-এ রাজস্থানকে তাদের ঘরের মাঠে হারিয়ে ছ' পয়েন্ট তুলে নিল বাংলা। মূলত শাহবাজ আহমেদের লড়াকু ৬১ রানের সুবাদেই রাজস্থানের দেওয়া ৩২০ রানের টার্গেট-এ পৌঁছতে পারেন মনোজরা। 

৩২০ তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ১৮৫ তুলেছিল বাংলা। জয়ের জন্য শেষ দিন প্রয়োজন ছিল ১৩৫ রান। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই ক্রিজে থাকা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী এবং অনুষ্টুপ মজুমদার দ্রুত ফিরে যান। লাঞ্চ-এর আগেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। তখনও প্রয়োজন ছিল ৮৯ রান। 

কিন্তু কঠিন ম্যাচেই চাপের মুখে দাঁড়ান বাংলার টেল এন্ডার-রা। ১৩৩ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন শাহবাজ। তাঁকে যথাসাধ্য সাহায্য করেন আকাশদীপ সিং, অর্ণব নন্দী, মুকেশ কুমার-রা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। 

রাজস্থানের বিরুদ্ধে জয়  পাওয়ায় ২৬ পয়েন্ট-এ পৌঁছল বাংলা। ফলে এবারের রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর দিকে অনেকটাই এগোলেন অভিমন্যু ঈশ্বরণ, মনোজরা। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এখনও ৩ পয়েন্ট দরকার বাংলার।