কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯  রানে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team)। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল হরমনপ্রীত কউরের (Harmanprreet Kaur)দলকে।  

লড়াই করেও হল না শেষ রক্ষা। তীরে এসে ফের ডবল তরী। হরমনপ্রীত কউরের অধিনায়কোচিত ইনিংসের পরও কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা অধরাই থেকে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রানে ফাইনাল হারল মহিলা টিম ইন্ডিয়া। গোল্ড মেডেল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করে অজিরা। ব্যাগি গ্রিণদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রেণুকা সিং ও স্নেহ রানা। রান তাড়া করতে ১৯.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। হরমনপ্রীত কউরের ৬৫ ও জেমিমা রড্রিগেজের ৩৩ রানের ইনিংস ছাড়া কেউ রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ৯ রানে ম্যাচ জিতে প্রথম কমনওয়েলথ মেয়েদের ক্রিকেটে সোনা জিতল অজিরা।

সোনা জয়ের এত কাছে এসে তা হাতছাড়া হওয়ায় হতাশ ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। মিডল অর্ডারের পরপর ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই ম্যাচ ভারতের হাতছাড়া হয় বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে মেয়েকরা যেভাবে লড়াই করেছে তাদের জন্য গর্বিত অধিনায়ক। ম্যাচের পর হরমনপ্রীত কউর বলেন,'আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট। আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু চারপাশে আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই প্রথম আমরা এই টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং আমরা রৌপ্য পদক জিতে খুশি।' ভারত অধিনায়ক আরও বলেন 'পদক এমন একটি জিনিস যা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তারা ক্রিকেট খেলা শুরু করতে পারবে এই পদক দেখে। দল হিসেবে আমরা তরুণীদের অনুপ্রাণিত করতে চাই। এই প্ল্যাটফর্মে ভালো খেলায় দেশের অনেকে অনুপ্রাণিত হবেন বলে আশা।'

ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে হেরে সোনা হাতছাড়া হলেও রুপো জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী। ট্য়ুইটারে তিনি লিখেছেন, 'ক্রিকেট ও ভারত অবিচ্ছেদ্য। আমাদের মহিলা ক্রিকেট দল কমনওয়েলথ গেমসে চমৎকার ক্রিকেট খেলেছে এবং তারা মর্যাদাপূর্ণ রৌপ্য পদক এনেছে। ক্রিকেটে প্রথম কমনওয়েলথ গেমস পদক হওয়ায় এটি সবসময়ই বিশেষ থাকবে। সকল দলের সদস্যদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা।'

Scroll to load tweet…

ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও। ট্যুইটারে তিনি লিখেছেন,'খেলাধুলায় ভারতের ক্রমবর্ধমান নারী শক্তি আবারও পূর্ণ প্রদর্শনে করে। কারণ ভারতীয় মহিলা ক্রিকেট দল সিলভার মেডেল অর্জনের জন্য বীরত্বের সাথে লড়াই করে। প্রথমবারের অংশগ্রহণ সবসময়ই স্মরণীয় এবং ফাইনালে জায়গা করে নিয়ে দলটি আমাদের সবাইকে গর্বিত করেছে!! শুভকামনা উইমেন ইন ব্লু।'\

Scroll to load tweet…

সোনা হাতছাড়া হলেও প্রতিযোগিতায় যেভাবে পারফর্ম করেছে ভারতের মেয়েরা তাতে গর্বিত গোটা দেশ। হরমউনপ্রীত কউরদের লড়াই ও রুপো জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে ১৩০ কোটি দেশবাসী।