সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। শেষ চারে যাওয়ার লক্ষ্যে  আজকের ম্য়াচও ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের দল। 

বুধবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেচে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। শেষ চারে ওঠার রাস্তা মসৃণ রাখতে হলে এই ম্য়াচ জয় দরকার সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের দলের। দিল্লির কাছে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ ১১ ম্য়াচে ৫ জয়ের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে রাজধানীর দল। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আরও একাধিক দল। ফলে আজকের ম্য়াচ কার্যত ডু অর ডাই পন্থদের কাছে। অপরদিকে, ১১ ম্য়াচে ৭টি জয় ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিসলের তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। আজকের ম্যাচ জিততে না পারলেও পরবর্তীতে চাপে পড়তে হতে পারে জস বাটলার, যুজজবেন্দ্র চাহলদের। ফলে আজকের ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপক্ষায় ক্রিকেট প্রেমিরা।

জয় পেতে মরিয়া  দিল্লি ক্যাপিটালস-
ধারাবাহিকতার অভাব এবারের দিল্লি ক্যাপিটালস দলের প্রধান সমস্যা। লাগাতার এখনও ২ ম্যাচে জয় এখনও পায়নি ঋষভ পন্থের দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে দিল্লিকে। শেষ ম্য়াচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ডাহা ফেল করেছ ওয়ার্নার, পন্থরা। দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে লড়াই করেও ৭ রানে হারতে হয়েছিল দিল্লিকে। ফলে আজকের ম্যাচ পন্থদের কাছে বদলারও। রাজস্থানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে বাড়তি সময় কাটিয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, শার্দল ঠাকুর, খালিল আহমেদ, কুলদীপ যাদবরা। রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচ জিতে শেষ চারের লড়াইয়ে থাকাই প্রধান লক্ষ্য কোচ রিকি পন্টিংয়ের দলের।

আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস-
রাজস্থান রয়্যালস যে এবারের আইপিএলের সবথেকে শক্তিশালী দল সে বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রতিযোগিতার এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী জস বাটলার ও সর্বোচ্চ উইকেট শিকারী যুজবেন্দ্র চাহল দুজনই রয়েছে সঞ্জু স্য়ামসনের দলে।  মুম্বই ও কেকেআরের কাছে হারের পর পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে রাজস্থান। ব্য়াটিং লাইনআপে রানের মধ্যে রয়েছে জস বাটলার, দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা। তবে আজকের ম্য়াচে হেটমায়ারকে পাচ্ছে না দল। বোলিং লাইনআপে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহল, রবিচন্দ্রন অশ্বিনদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচ জিতে প্লে অফের আর কাছে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস।

পিচ রিপোর্ট-
লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস ম্য়াচ হতে চলেছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে। এখানকার উইকেট ব্য়াটিংয়ের জন্য ভালো। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা  বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। ফলে ডিউ সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।

ম্যাচ প্রেডিকশন-
ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলে এগিয়ে রয়েছে রাজস্থান। সাম্প্রতিক ফর্মেও এগিয়ে বাটলাক, চাহল, অশ্বিনরা।   আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।  তবে দিল্লি ক্যাপিটালসের থেকে রাজস্থান রয়্যালসকেই  এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃনাক ডেকে মুখ খুলে থেকে কেউ আবার সান গ্লাস পড়ে, দেখুন তারকা ক্রিকেটারদের ঘুমন্ত অবস্থার ভাইরাল ছবি

আরও পড়ুনঃকোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারবে কেকেআর, জেনে নিন কী করতে হবে নাইটদের