করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ভারতে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশ সেই যুদ্ধে ভারতের পাশে দাঁড়াচ্ছে একাধিক ব্যক্তি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ইউরোপের এক ছোট্ট দেশ  

ইউরোপ মহাদেশে একাধিক ছোট ছোট দেশ রয়েছে যাদের নাম আমাদের সকলের কাছেই অজানা বা অল্প পরিচিত। তেমনই একটি ছোট্ট সুন্দর দেশ হল এস্তোনিয়া। ফুটবল বিশ্বে শোনা গেলেও, ক্রিকেট বিশ্বে এস্তোনিয়া একেবারেই নবাগত। কিন্তু ভারতের করোনা মহামারীর ভয়ঙ্কর সময়ে পাশে দাঁড়িয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিল এই ছোট দেশটি। আর এক্ষেত্রে যোগসূত্র হল ক্রিকেট। দেশটির ক্রিকেটা বোর্ড এস্তোনিয়া ক্রিকেট অ্যাসোশিয়েশন ঘোষণা করল ভারতকে অনুদান দেওয়ার কথা।

মূলত প্যাট কামিন্স ও ব্রেট লি যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তা দেখেই অনুপ্রাণিত হয়েছে এস্তোনিয়া। দেশটির ক্রিকেট অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় জানানো হয়েছে,'ব্রেট লি ও প্যাট কামিন্সের দেখানো পথে হেঁটে ইসিএ করোনা মোকাবিলায় ভারতের ত্রান তহবিলে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। কামিন্স আর লিকে দেখে আমাদের মত সকল ক্রিকেটভক্তদের বোঝা উচিত, যে এই বিপদকালে আমরা সকলে একে অপরের পাশে আছি। একটা বড় ক্রিকেট পরিবার হিসাবে প্রয়োজনে সকলকেই একে অপরের সাহায্য করাই তো উচিতট।

Scroll to load tweet…

এস্তোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিপটো রিলিফ ফান্ডে ০.০২৭ বিটকয়েন দিয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ লক্ষ টাকা। ভবিষ্যতে সাধ্যমত আরও পাশে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানিয়েছে এস্তোনিয়ার ক্রিকেট সংস্থা। পরিমাণ কম হলেও, ইউরোপের এই ছোট্ট দেশের কর্মকাণ্ড সকলের মন ছুঁয়ে গিয়েছে। মহামারীর সময় চারিদিকে যখন মৃত্যু মিছিল চলছে, সেই সময় তারা এস্তোনিয়া যে সাম্যের বার্তা দিল তা কুর্নিশযোগ্য বলেই মত সকলের।

YouTube video player