সংক্ষিপ্ত
- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু
- মৃত্যু হল পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজের
- বেশ কয়েক দিন ধরেই পেশোয়ারের একটি হাসপাতালে ভর্তি ছিলেন জাফর
- প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া পাকিস্তান ক্রিকেট মহলে
আরও পড়ুনঃ২২ বছরের তরুণের সঙ্গে জলকেলিতে নেইমারের মা,অভিসারের ছবি হল ভাইরাল
গত তিনদিন ধরে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন বছর পঞ্চাশের জফর সরফরাজ। প্রথমে করোনার উপসর্গ নিয়ে ভরতি হন তিনি। লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মারণ ভাইরাসের কোপ থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না প্রাক্তন পাক ক্রিকেটার। এই প্রথম পাক মুলুকে কোনও পেশাদার ক্রিকেটার হার মানলেন করোনার কাছে। এর আগে করোনায় বিশ্বের কোনও ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে আসেনি।
পয়লা বৈশাখে ময়দানে হচ্ছে না বার পুজো, করোনা ভাইরাসের কারণে ছেদ পড়ল প্রথাতে
ধোনির অবসর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের, কী বললেন মাহির একদা সতীর্থ
১৯৮৮ সালে ক্রিকেটে হাতেখড়ি হয় জফরের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৬১৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯৪ সালে বাইশ গজকে বিদায় জানানোর আগে ছটি ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেছিলেন তিনি। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, কোচ হিসেবেও পাক ক্রিকেটে অবদান রয়েছে তাঁর। অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র দলের কোচিং করিয়েছেন তিনি। প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় আছে। তা হল তিনি পাকিস্তান জাতীয় দলের প্রাক্তন তারকা আখতার সরফরাজের দাদা। মাত্র দশমাস আগেই ক্যানসারে প্রাণ হারিয়েছিলেন আখতার। এবার দাদার মৃত্যু হল করোনা মহামারিতে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পাক ক্রিকেট মহলে।