সংক্ষিপ্ত

  • প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
  • শোক প্রকাশ প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির
  • শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল
  • শোক জ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেটাররাও
     

অবশেষে সব লড়াইয়ে অবসান। প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৯ অগাস্ট বাড়ির শৌচাগের পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির সেনা হাসপাতালে। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। ১৩ অগস্ট থেকে কোমায় ছিলেন তিনি।  অস্ত্রোপচারের আগে  করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনি সমস্যারও চিকিৎসা চলছিল।  অবশেষে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রামনাথ কোবিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর সহ প্রমুখ বিশিষ্টরা। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগতও। ভারতীয় ক্রিকেটাররাও শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

বিরাট কোহলি
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় শোক বার্তায় জানিয়েছেন, 'জাতি এক উজ্জ্বল নেতাকে হারিয়েছে। প্রণব মপখোপাধ্যায়ের মত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'

 

 

সচিন তেন্ডুলকর
সচিন তেন্ডুলকর জানিয়েছেন,'প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু সম্পর্কে শুনে গভীরভাবে দুঃখিত। তিনি বেশ কয়েক দশক ধরে আবেগের সাথে ভারতের সেবা করেছিলেন।তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তি কামনা করি।'

 

 

রোহিত শর্মা
ভারতীয় দলের সহ অধিনায়ক ররোহিত শর্মা জানিয়েছেন,'প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। জাতির জন্য একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব ছিলেন। আমার সমবেদনা তাঁর প্রিয়জনের প্রতি।'

 

 

বীরেন্দ্র সেওয়াগ
বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, 'শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।'

 

 

গৌতম গম্ভীর
'প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু সম্পর্কে শুনে গভীরভাবে দুঃখিত। ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন এবং তাদের প্রতি আমার ভালবাসা ও সমবেদনা রইল। দেশে তাঁর অগাধ অবদানকে চিরকাল স্মরণ করবে।'

 

 

রবি শাস্ত্রী
'আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকার্ত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। স্যার, জাতির জন্য আপনার অবদান সবসময় মনে রাখা হবে। আপনার আত্মার শান্তি কামনা করি।'

 

 

মনোজ তিওয়ারি
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকাহত। এত বড় ক্ষতির জন্য তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ঈশ্বর তাদের এটি মোকাবেলা করতে সাহায্য করুন।

 

 

অনিল কুম্বলে
'প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

 

 

অজিঙ্কে রাহানে
'প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর জানতে পেরে গভীরভাবে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।'

 

 

ভিভিএস লক্ষ্মণ
'আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা সদগতি লাভ করুন।'