সংক্ষিপ্ত

ঘোষিত হল আইসিসির (ICC) বর্ষসেরা টেস্ট (Test), একদিনের (ODI), টি২০ (T20) দল। শুধুমাত্র টেস্ট দলে জায়গা পয়েছেন তিনজন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। বিরাট কোহলির (Virat Kohli)কোনও দল জায়গা পাননি।
 

ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই আইসিসির (ICC) বর্ষ সেরা একাদশ ঘোষণা করেছে। প্রতিবার টেস্ট (Test), একদিনের ক্রিকেট (ODI) ও টি২০ (T20) ক্রিকেট তিন ফর্ম্য়াটেই আইসিসির বর্ষসেরা দলে একাধিক ভারতীয় ক্রিকেটারদের নাম থাকে। কিন্তু সেখানে ২০২১ সালের ঘোষিত আইসিসি টি২০ দল ও ৫০ ওভারের দলে জায়গা পায়নি একজনও ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। শুধুমাত্র আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছে। গতবছর সীমিত ওভারের ক্রিকেট খুব একটা খেলেনি ভারতীয় ক্রিকেট দল। বেশির ভাগ টেস্ট ক্রিকেট খেলেছে। টি২০ বিশ্বকাপেও একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। সেই কারণেই আইসিরির একদিনের দল ও টি২০ গলে কোনও ভারতীয় ক্রিকেটাররা জায়গা পাননি বলে মত ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

 

অপরদিকে, সদ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবার আইসিসির কোন ফর্ম্য়াটের দলেই জায়গা পাননি। এক দশক পর এমনটা হল যে আইসিসির কোনও দলেই জায়গা পেলেন না ভারতীয় তারকা ব্য়াটসম্যান। বিরাট কোহলির ব্যাট হাতে গত বছরটা খুব একটা ভালো যায়নি বিরাট কোহলি। ব্যাট হাতে বিরাট কোহলি শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ডে নাইট টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে। গত  বছর ব্যাট হাতে বড় ইনিংসের অভাবের পাশাপাশি অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে, টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বিরাটের নেতৃত্বে। এই সকল কারণেই আইসিসিরি বর্ষসেরা কোনও দলে ঠাই হয়নি বিরাট কোহলির। এক ঝলকে দেখে নিন আইসিসির টেস্ট, ওয়ান ডে, ও একদিনের ফর্ম্য়াটে ঘোষিত বর্ষসেরা দল। 

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মার্নস লাবুশানে (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), হাসান আলি (পাকিস্তান, শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টারলিং (আয়ারল্য়ান্ড), জানেমন মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফকর জামান (পাকিস্তান), রাশি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), শাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), ওয়ানেন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহিম (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড), দুস্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)

আইসিসির বর্ষসেরা টি-২০ দল: জোস বাটলার (ইংল্যান্ড), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার, পাকিস্তান), বাবর আজম (ক্যাপ্টেন, পাকিস্তান), এডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জোস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।