সংক্ষিপ্ত
১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (Indian vs South Africa) একদিনের সিরিজ (ODI Series)। বোল্যান্ড পার্কে (Boland Park) হবে প্রথম ম্যাচ। জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু করতে মরিয়া কেএল রাহুল (KL Rahul) ও টেম্বা বাভুমার (Temba Bavuma) দল।
টেস্ট সিরিজ (Test Series)শুরুর আগে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা (South Africa) দলকে খুব একটা নাম্বার দেয়নি ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট সিরিজে হট ফেভারিট ধরা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা হারের পর ধরেই নেওয়া হয়েছিল সিরিজ যেতে চলেছে ভারতের দখলে। কিন্তু পিছিয়ে পড়েও দুরন্তভাবে কামব্যাক করে টেস্ট সিরিজে জয় পেয়েছে দক্ষিণ ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে সকল বিশেষজ্ঞদের ভুল প্রমাণিত করেছে প্রোটিয়া ব্রিগেড। এবার ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে একদিনের সিরিজ। তিন ম্য়াচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। টেস্ট সিরিজের জয় থেকে আত্মবিশ্বাসী হয়ে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে কার্যত হুশিয়ারী দিয়ে রাখলেন সাদা বলের ক্রিকেটে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Teamba Bavuma)।
টেস্ট ক্রিকেটে ডিন এলগার অধিনায়ক হলেও, সাদা বলের ক্রিকেটে দলের দায়িত্ব সামলান টেম্বা বাভুমা। টি২০ বিশ্বকাপে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলের পারফরম্যান্স প্রশংসীত হয়েছিল সর্বত্র। এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছে বাভুমার দল। এক সাক্ষাৎকারে বাভুমা বলেছেন,'ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের আগে আমাদের ভাল ভাবে খেলতে হবে। ২০১৮ সিরিজে কী হয়েছে তা মাথায় রাখতে চাই না। তবে এখন দলে নিজেদের খেলার একটা নতুন ঘরানা তৈরি করতে চাই। কৌশল আরও ভাল ভাবে কাজে লাগাতে চাই। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে।' এছাড়াও তিনি বলেছেন,'দক্ষিণ আফ্রিকার সাদা বলের দল নিয়ে ভাবমূর্তি ধীরে ধীরে বদলাচ্ছে। আগে বলা হত আমরা স্পিন খেলতে পারি না এবং বিদেশের মাটিতে হেরে যাই। টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেটা ভুল প্রমাণ করেছি। এবার সেটা এক দিনের ক্রিকেটেও করে দেখাতে হবে।' একদিনের সিরিজে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তার দল তাও সাফ জানিয়েছেন বাভুমা।
প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার যখন ভারতীয় দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল তখনও টেস্ট সিরিজ হারলেও একদিনের সিরিজে দুরন্ত পারফর্ম করেছিল টিম ইন্ডিয়া। ৫-১ ব্যবধানে একদিনের সিরিজে জয় পেয়েছিল তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল। এবারও সাদা বলের ক্রিকেটে সেই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া কেএল রাহুলের দল । অপরদিকে, গতবার ওয়ান ডে সিরিজে লজ্জার হারের বদলা নিয়ে এবার ঘরের মাঠে একদিনের সিরিজ জিততে বদ্ধপরিকর প্রোটিয়া ব্রিগেড। আগামী ১৯ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ রয়েছে। ২১ জানুয়ারি দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম দু’টি খেলাই হবে পার্লের বোল্যান্ড পার্কে। এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচটি হবে কেপ টাউনে।