সংক্ষিপ্ত
- মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ
- গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম ম্যাচ
- ইন্দোরে এখনও অপরাজিত টিম ইন্ডিয়া
- ভারতীয় দলে প্রত্য়াবর্তন ঘটাবেন জশপ্রীত বুমরা
গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য বৃষ্টি কোনও বাধা হবে না বলেই আবহাওয়ার পূর্বাভাস। আজ ইন্দোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন আকাশ পরিষ্কারই থাকবে। ফলে, ইন্দোরের হোলকর স্টেডিয়ামে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখাই শ্রীলঙ্কার বিরুদ্ধে চ্যালেঞ্জ কোহলিদের।
বছর দু'য়েক আগে এই হোলকর স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচেও ৮৮ রানে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এ বারেও ফেভারিট হিসেবেই নামবে কোহলি ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ছ' টি টি টোয়েন্টি সাক্ষাতে পাঁচটিতেই জয়ী হয়েছে ভারত। একটি ম্যাচ মাত্র ড্র হয়েছে। অন্যদিকে টি টোয়েন্টি-তে দু' দলের মোট সতেরোবার দেখা হয়েছে। তার মধ্যে ১১ বারই জিতেছে ভারত।
শুধু তাই নয়, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে পর পর দু'টি টি টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছেন কোহলিরা। ফলে কে এল রাহুল, রবীন্দ্র জাদেজাদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
আরও পড়ুন- আর মাত্র এক রান, রবিবারই বিরাট নজির গড়তে পারেন ভারত অধিনায়ক
আরও পড়ুন- পাঁচ বলে পাঁচ ছক্কা, ব্যাট হাতে ঝড় তুললেন কেকেআর-এর নতুন সদস্য, দেখুন ভিডিও
ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবার নজরই থাকবে তারকা পেসার জশপ্রীত বুমরার দিকে। চোটের সারিয়ে প্রায় চার মাস পর মাঠে ফিরছেন বুমরা। নিউজিল্যান্ড সিরিজের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছন্দে ফেরাই লক্ষ্য তাঁর।
অন্যদিকে নতুন এক মাইলস্টোন- এর সামনে দাঁড়িয়ে অধিনায়ক কোহলিও। ইন্দোর ম্যাচে মাত্র এক রান করলেই টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন তিনি। সবমিলিয়ে নতুন বছরে প্রথমবার মাঠে নামার জন্য মরিয়া বিরাট বাহিনী।