Women's Premier League 2026: শুক্রবার শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগের চতুর্থ মরসুম। এই লিগ শুরু হওয়ার তিন বছরের মধ্যে প্রথমবার সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ফলে দেশে মহিলা ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে।

DID YOU
KNOW
?
শুক্রবার শুরু ডব্লুপিএল
শুক্রবার নভি মুম্বইয়ে শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

WPL 2026: রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ। মহিলাদের এই ফ্র্যাঞ্চাইজি-বেসড টি-২০ লিগের প্রথম তিন মরসুম সফল হয়েছে। দর্শকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। কয়েক মাস আগেই ভারতীয় দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এবারের ডব্লুপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। শুক্রবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) ডব্লুপিএল-এর চতুর্থ মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)। বলিউড (Bollywood) তারকা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিশেষ পারফরম্যান্স দেখা যাবে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)।

এবারও হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে হচ্ছে না ম্যাচ

শুক্রবার শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লুপিএল। নভি মুম্বই ও ভদোদরায় (Vadodara) হবে ম্যাচ। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, গতবারের মতোই এবারও প্রথমে এক শহরে সব ম্যাচ হবে, তারপর অন্য শহরে সরে যাবে লিগ। শুরুতে সব ম্যাচ হবে নভি মুম্বইয়ে। তারপর ভদোদরায় বাকি ম্যাচগুলি হবে। ফাইনালও হবে ভদোদরায়। যে মাঠে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ভারতীয় দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিতেছে, সেই মাঠেই ডব্লুপিএল-এর উদ্বোধনী ম্যাচ হবে।

কখন, কীভাবে দেখা যাবে ম্যাচ?

এবারের ডব্লুপিএল-এর ম্যাচগুলি শুরু হবে বিকেল সাড়ে তিনটে আর সন্ধে সাড়ে সাতটায়। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur), রিচা ঘোষ (Richa Ghosh), জেমাইমা রডরিগেজদের (Jemimah Rodrigues) খেলা দেখার অপেক্ষায় সারা দেশের ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও এই লিগে আছেন। তাঁরাও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।