সংক্ষিপ্ত

  • অপেক্ষার পব্রহর গুনছিল গোটা দেশ
  • নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই এল সুখবর
  • বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
  • শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেব্রেটি দম্পতি
     

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই এল সুখবর। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মার ঘর আলো করে আলো এক ফুটফুটে কন্যা সন্তান। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিরাট। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি। সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা থেকে শিখর ধওয়ান সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক ও ফার্স্ট লেডিকে।

সচিন তেন্ডুলকর-
বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়ে সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমাদের জীবনে একজন ছোট্ট পরীর আগমনের জন্য বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে অভিনন্দন জানাই। তার জীবন সুস্বাস্থ্য ও ভালোবাসাময় হোক।’

 

 

রোহিত শর্মা-
'এটি একটি অভাবনীয় অনুভূতি। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। ভগবান তোমাদের মঙ্গল করুক।' সোশ্য়াল মিডিয়ায় বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তায় জানালেন রোহিত শর্মা।

 

 

শিখর ধওয়ান-
শুভেচ্ছা বার্তায় শিখর ধওয়ান বিরাট কোহলিও অনুষ্কা শর্নার উদ্দেশ্যে লেখেন, 'কন্যা সন্তান জন্মের খবরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। আর ছোট্ট অতিথির জন্য অনেক ভালোবাসা।'

 

 

শ্রেয়স আইয়র-
সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় একদিনের দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়র।

 

 

হার্দিক পান্ডিয়া-
হার্দিক পান্ডিয়ার ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় জানান,'ভাই ও অনুষ্কাকে অভিনন্দন। পিতা-মাতার জীবনে স্বাগত। ছোট্ট মেয়েকে অনেক ভালোবাসা, যে তোমাদের এমন খুশি উপহার দেবে, যা তোমরা আগে কখনও অনুভব করোনি।'

 

 

রবিচন্দ্রন অশ্বিন-
সিডনিতে অনবদ্য ইনিংস খেলার পর নিজেই ভাসছিলেন শুভেচ্ছার জোয়ারে।  কোহলির বাবা হওয়ার খবের অশ্বিন টুইট করেন, ‘শিশু কন্যার আগমনের জন্য বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে অভিনন্দন। (পিতা-মাতা) ক্লাবে উষ্ণ অভ্যর্থনা।’

 

 

সুরেশ রায়না-
শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাও। তিনি লিখেছেন,'ভাগ্যবানদেরই কন্যা সন্তান হয়। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। এবং পিতা-মাতার দুনিয়াতে তোমাদের স্বাগত।'

 

 

ইরফান পাঠান-
সোশ্য়াল মিডিয়ায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানও।

 

 

বিসিসিআই-
বিরুষ্কার পরিবারে নতুন অতিথি আসার পর বিসিসিআই-এর তরফে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’কে অভিনন্দন জানানো হয়৷

 

 

আরসিবি-
বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। ট্যুইটে লিখেছে,'কন্যা সন্তান জন্ম হওয়ায় তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা। তোমাদের তিনজনের জীবন সুস্বাস্থ্য ও অনেক সুখময় হোক।'

 

শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, বিশ্ব জুড়ে ক্রিকেট ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানাচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। বলিউড থেকেও আসছে শুভেচ্ছা জোয়ার।