মাত্র ১৫.১ ওভারেই প্রয়োজনীয় ১৫৬ রান তুলে জিতে গেল নাইট রাইডার্স। ৪২ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন রাহুল ত্রিপাঠী।
IPL 2021, KKR vs MI, Live - দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয়, একেবারে নিখুঁত কেকেআর
দুর্দান্ত প্রত্য়াবর্তন নাইটদের। ৪ উইকেট হারিয়ে এখন ১৪৯ রানে মুম্বই ইন্ডিয়ান্স।
- FB
- TW
- Linkdin
আরও এক উইকেট নিলেন জসপ্রিত বুমরা। ৮ বলে ৭ রান করে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যাপ্টেন মর্গান।
ফের ধাক্কা দিলেন সেই বুমরা। আউট, ভেঙ্কটেশ আইয়ারষ তার আগে ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। রাহুিল ত্রিপাঠী অপরাজিত ৩১ বলে ৫৫ রানে। নতুন ব্যাটসম্যান মর্গান।
অর্থশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী দুজনেই।
১০ ওভারের শেষে ১১১ রান তুলে ফেলল কেকেআর। আউট হয়েছেন একমাত্র শুবমান। আইয়ার আছেন ৪৮ রানে, ত্রিপাঠী ৪৩-এ।
৯ ওভারের শেষে ৯৭/১ কেকেআর। দুর্দান্ত খেলছেন ভেঙ্কটেশ আইয়ার (২২ বলে ৪৬) এবং রাহুল ত্রিপাঠী (২৩ বলে ৩৬)।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআর-এর রান ১ উইকেট হারিয়ে ৬৩। ভেঙ্কটে আইয়ার ১৫ বলে ৩৩ এবং রাহুল ত্রিপাঠি ১২ বলে ১৬ রানে অপরাজিত।
উইকেট পড়লেও বাউন্ডারি আসছে। ৪ ওভারের শেষে কেকেআর ১ উইকেটে ৪৮।
নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি।
দারুণভাবে ফিরে এলেন বুমরা। তাঁর প্রথম ৪ বল থেকে দুটি ৪-সহ এসেছিল ১০ রান। শেষ বলে শুবমান গিলের স্টাম্প ছিটকে দিলেন তিনি। ৩ ওভারের শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৪০।
তৃতীয় ওভার করতে এলেন বুমরা। তাকেও চার মারলেন শুবমান গিল।
অ্যাডাম মিলনের বলে পরপর একটি ছয় ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় ওভার শেষ বলে আবার একটি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৫ রান। ২ ওভার শেষএ কেকেআর বিনা উইকেটে ৩০।
শুরুটা দারুণ করল নাইটরা। বিশেষ করে শুবমান গিল। ট্রেন্ট বোল্টকে দুটি ছয় মারলেন তিনি। প্রথম ওভারের শেষে কলকাতা বিনা উইকেটে ১৫।