10:59 PM (IST) Sep 23

জিতে গেল নাইট রাইডার্স

মাত্র ১৫.১ ওভারেই প্রয়োজনীয় ১৫৬ রান তুলে জিতে গেল নাইট রাইডার্স। ৪২ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন রাহুল ত্রিপাঠী।

10:53 PM (IST) Sep 23

আরো এক উইকেট বুমরার

আরও এক উইকেট নিলেন জসপ্রিত বুমরা। ৮ বলে ৭ রান করে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যাপ্টেন মর্গান। 

10:40 PM (IST) Sep 23

ফের ধাক্কা দিলেন বুমরা

ফের ধাক্কা দিলেন সেই বুমরা। আউট, ভেঙ্কটেশ আইয়ারষ তার আগে ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। রাহুিল ত্রিপাঠী অপরাজিত ৩১ বলে ৫৫ রানে। নতুন ব্যাটসম্যান মর্গান। 

10:40 PM (IST) Sep 23

জোড়া অর্ধশতরান

অর্থশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী দুজনেই।

10:31 PM (IST) Sep 23

১০ ওভারে ১১১/১ কেকেআর

১০ ওভারের শেষে ১১১ রান তুলে ফেলল কেকেআর। আউট হয়েছেন একমাত্র শুবমান। আইয়ার আছেন ৪৮ রানে, ত্রিপাঠী ৪৩-এ।

10:24 PM (IST) Sep 23

৯ ওভারের শেষে কেকেআর ৯৭/১

৯ ওভারের শেষে ৯৭/১ কেকেআর। দুর্দান্ত খেলছেন ভেঙ্কটেশ আইয়ার (২২ বলে ৪৬) এবং রাহুল ত্রিপাঠী (২৩ বলে ৩৬)।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:12 PM (IST) Sep 23

পাওয়ার প্লের শেষে কেকেআর ৬৩/1

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআর-এর রান ১ উইকেট হারিয়ে ৬৩। ভেঙ্কটে আইয়ার ১৫ বলে ৩৩ এবং রাহুল ত্রিপাঠি ১২ বলে ১৬ রানে অপরাজিত। 

Scroll to load tweet…
10:01 PM (IST) Sep 23

থামছে না বাউন্ডারি

উইকেট পড়লেও বাউন্ডারি আসছে। ৪ ওভারের শেষে কেকেআর ১ উইকেটে ৪৮।

09:58 PM (IST) Sep 23

নামলেন রাহুল ত্রিপাঠি

নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি।

09:56 PM (IST) Sep 23

আউট শুবমান গিল

দারুণভাবে ফিরে এলেন বুমরা। তাঁর প্রথম ৪ বল থেকে দুটি ৪-সহ এসেছিল ১০ রান। শেষ বলে শুবমান গিলের স্টাম্প ছিটকে দিলেন তিনি। ৩ ওভারের শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৪০।

09:52 PM (IST) Sep 23

বুমরাকেও চার

তৃতীয় ওভার করতে এলেন বুমরা। তাকেও চার মারলেন শুবমান গিল।

09:50 PM (IST) Sep 23

২ চার এক ছয় আইয়ারের

অ্যাডাম মিলনের বলে পরপর একটি ছয় ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় ওভার শেষ বলে আবার একটি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৫ রান। ২ ওভার শেষএ কেকেআর বিনা উইকেটে ৩০।

09:45 PM (IST) Sep 23

প্রথম ওভারেই ১৫

শুরুটা দারুণ করল নাইটরা। বিশেষ করে শুবমান গিল। ট্রেন্ট বোল্টকে দুটি ছয় মারলেন তিনি। প্রথম ওভারের শেষে কলকাতা বিনা উইকেটে ১৫।