Yashasvi Jaiswal: দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলবেন যশস্বী জয়সওয়াল। তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে খেলার বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন ইতিমধ্যেই।
Yashasvi Jaiswal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে, সেঞ্চুরি করার পর ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ফের মুম্বই দলে ফিরছেন (yashasvi jaiswal syed mushtaq ali trophy)। তিনি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলবেন এই তরুণ তারকা (Mumbai team for Syed Mushtaq Ali T20)।
যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের হয়ে খেলবেন
তিনি টি-২০ ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একজন সিনিয়র আধিকারিক যশস্বী জয়সওয়ালের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার, সেই কর্তা জানিয়েছেন, “সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের হয়ে খেলবেন।"
প্রসঙ্গত, শেষবার গত ২০২৩-২৪ মরশুমের কোয়ার্টার ফাইনালে তিনি খেলেন। পরে জাতীয় দলের হয়ে খেলার ফলে, তিনি আর সুযোগ পাননি। ২৩ বছর বয়সী যশস্বী এই টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৬টি ইনিংসে গড়ে ২৭ এবং ১৩৬.৪২ স্ট্রাইক রেট রেখে ৬৪৮ রান করেছেন। টুর্নামেন্টে তার তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে।
তবে রোহিত শর্মা এই প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তাঁর অংশগ্রহণ নিয়ে একটি খবর থাকলেও, এমসিএ কর্তারা তা নিশ্চিত করতে পারেননি। এমসিএ-এর এক কর্তা বলেন, “রোহিত এখনও পর্যন্ত খেলার বিষয়টি নিশ্চিত করেননি।"
১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে
অন্যদিকে, শার্দূল ঠাকুরের নেতৃত্বে মুম্বই ৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে এলিট গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে। আগামীকাল ওড়িশার বিরুদ্ধে তাদের আরও একটি লিগের ম্যাচ বাকি রয়েছে। চারটি এলিট গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগের জন্য যোগ্যতা অর্জন করবে।
এরপর সুপার লিগের শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ১২, ১৪, এবং ১৬ ডিসেম্বর, পুনের দুটি ভেন্যুতে সুপার লিগের ম্যাচগুলি এবং ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


