সংক্ষিপ্ত

সোমবার আইপিএল ২০২১-এর (IPL 2021) এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-এর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে, শনিবার সারাদিন ধরে কী চলল কেকেআর শিবিরে? 
 

শুক্রবার রাতে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ কেকেআর রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস ৬৫ রানের গণ্ডি পার করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। তবে আইপিএল-এ কী আর দম ফেলার উপায় থাকে? প্লেঅফের টিকিট নিশ্চিত হতে না হতেই, সোমবার, আইপিএল ২০২১-এর (IPL 2021) এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-এর চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। তার আগে, শনিবার সারাদিন ধরে কী চলল কেকেআর শিবিরে? আসুন দেখে নেওয়া যাক - 

শুক্রবার রাতে কেকেআর ফ্যানদের মতো দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সকলে চোখ রেখেছিলেন এসআরএইচ-এমআই ম্যাচে। প্লেঅফ খেলা নিশ্চিত হতেই, উল্লাস প্রকাশ করে সকলে একসঙ্গে চিৎকার করে উঠেছিলেন ঠিকই, তবে ওই একবারই। আর কোনও বাড়তি উচ্ছ্বাস, কোনও উদযাপন হয়নি। 

View post on Instagram
 

"

তারপর শনিবার সকাল হতেই, দলের সকলে নেমে পড়েছিলেন হোটেল সংলগ্ন সাঁতারের পুলে। টেনিস বল হাতে পুলের জলে দাপিয়ে বেড়ালেন দীনেশ কার্তিক, শুবমান গিল, নীতিশ রানারা। 

View post on Instagram
 

তারপর লাঞ্চ সেড়ে বেশ দুপুর দুপুরই শুরু হল অনুশীলন। প্রথমেই হয় ফিল্ডিং প্র্যাকটিস। তারপর হয় শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলন। একটু ফুটবলও খেলেন নাইট ক্রিকেটাররা। এই করতে করতে প্রায় দেড় ঘন্টা কেটে যায়। 

তারপর শুরু হয় নেট প্র্যাকটিস। দুটি নেটে ভাগ ভাগ করে অনুশীলন করেন ব্যাটার এবং বোলাররা। প্রথমেই ব্যাট করেন আন্দ্রে রাসেল। 

তাঁকে দেখে কিন্তু বোঝা গিয়েছে, প্লেঅফের জন্য তিনি একেবারে তৈরি। এমনকী প্যাড পরেই তাঁকে বোলিং-এর শ্যাডো করতেও দেখা গিয়েছে। রাসেলের মাসেল এখনও অবধি চলতি আইপিএল-এ সেভাবে দেখা যায়নি, প্লেঅফে কি তিনি জ্বলে উঠবেন?

View post on Instagram
 

তারপর ব্যাটিং অনুশীলন করেন ভেঙ্কটেশ আইয়ার, তারপর শুভমান গিল। প্রত্যেকেই দারুণ ছন্দে ব্যাট করেন। বিশেষ করে শুবমান গিল তো প্রত্যেকটি বলই প্রায় উড়িয়েছেন। 

View post on Instagram
 

তারপর নেটে ব্যাট করতে আসেন রাহুল ত্রিপাঠী, এবং নিতীশ রানা। সেই সময় দুই বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আন্দ্রে রাসেলকে একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা মারতে দেখা গেল। 

নিতীশের পর নেটে আসেন সাকিব আল হাসান। রাসেল ফিট থাকলে সাকিবের প্রথম এগারোয় জায়গা না পাওয়ারই কথা। এদিন অনুশীলনে সাকিবকে দুর্দান্ত ছন্দে দেখা গেল। রাসেলের অবর্তমানে কিন্তু তিনি পারফর্ম করে দেখিয়েছেন। সাকিবের পর ব্যাটিং অনুশীলন করলেন দীনেশ কার্তিক। 

তবে বোলিং অনুশীলনে নজর কাড়েন লকি ফার্গুসন। এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন কিউই জোরে বোলার। 

View post on Instagram
 

নারাইনকে ব্যাট হাতে নকিং করতেও দেখা গিয়েছে। শেষের দিকে ঝোড়ো ইনিংস আসবে কি তাঁর ব্যাট থেকে? 

একসঙ্গে দৌড়তে দেখা গিয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং জোরে বোলার স্দীপ ওয়ারিয়রকে।

ঘাম ঝরাতে দেখা গিয়েছে আরেক জোরে বোলার কমলেশ নাগরকোটিকেও।

সব মিলিয়ে কেকেআর হ্যায় তৈয়ার। প্লেঅফে কিন্তু, সকলকে শূন্য থেকেই শুরু করতে হবে।

YouTube video player