সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস (KKR vs GT)। লাগাতার তিন ম্য়াচ হেরে জয়ে ফিরতে মরিয়ে শ্রেয়স আইয়রের দল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দলের।
 

শনিবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটানস। একদিকে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে জয়ে ফিরতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়রের দল। এদিনের ম্য়াচে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। টস জিতে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটানস। দুপুরের খেলায় ডিউ সমস্য়া না থাকায় বড় স্কোর প্রতিপক্ষকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। কেকেআরের বিরুদ্ধে গুজরাট দলে একটি পরিবর্তন হয়েছে। বিজয় শংকরের জায়গায় দলে ফিরেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অপরদিকে কেকেআর দলে তিনটি পরিবর্তন হয়েছে অ্যারন ফিঞ্চ, প্য়াট কামিন্স, শেলডন জ্য়াকসনের জায়গায় খেলছেন স্য়াম বিলিংস, টিম সাউদি ও রিঙ্কু সিং। 

 

 

কলকাতা নাইট রাইডার্সের  বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে রয়েছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা।  দলের মিডল অর্ডারে রয়েছেন ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের।  এরপর থাকছেন  অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী।  এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান।  পেস অ্যাটাকে ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, তরুণ যশ দয়াল, কিউই তারকা লকি ফার্গুসন ও  ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ। 

আজকের ম্য়াচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র ও সুনীল নারিন। দলের মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে খেলছেন স্যাম বিলিংস। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলছেন আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং। স্পিন অ্যাটাকে রয়েছেন কেকেআরে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন টিম সাউদি, উমেশ যাদব ও শিবম মাভি। 

 

 

প্রসঙ্গত, এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। প্রথম ৬টি ম্য়াচের মধ্যে ৫টিতেই জিতে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। আজকের ম্য়াচে কেকেআরকে হারাতে পারলেই ফের এক নম্বরে পৌছে যাবে হার্দিক ব্রিগেড। অপরদিকে প্রতিযোগিতার ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিযোগিতার প্রথম ৪টি ম্য়াচে ৩টিতে জয় পেয়ে শুরুটা ভালো করেছিল নাইটরা। কিন্তু শেষ তিনটি ম্যাচ টানা হেরে অনেকটাই ব্য়াকফুটে শ্রেয়স আইয়রের দল। সেমি ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ রাখতে হলে গুজরাটের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।