সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস (KKR vs GT)। লাগাতার তিন ম্য়াচ হেরে জয়ে ফিরতে মরিয়ে শ্রেয়স আইয়রের দল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দলের।
 

শনিবাসরীয় আইপিএলের দুপুরের ম্য়াচে ক্রিকেট প্রেমিরা সাক্ষী থাকতে চলেছে দুই তরুণ অধিনায়কের দ্বৈরথের। একদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস । অপরদিকে শ্রেয়স আইয়রের কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটানস, ৬টি মধ্যে ৫টি ম্য়াচ জিতে দুরন্ত ফর্মে রয়েছে। আজকের ম্য়াচ জিততে পারলে ফের লিগ টেবিলের শীর্ষস্থান আদায় করে নেবে। অপর দল পরপর তিনটি ম্য়াচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। আজকের ম্য়াচ জিতে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আজকের ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। ফলে আজ আরও একটি হাড্ডাহাড্ডি শ্বাসরুদ্ধকর ম্য়াচ দেখার অপক্ষায় ক্রিকেট প্রেমিরা। এই ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েও জল্পনা রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। ম্য়াচ শুরুর আগে দেখে নিন কেকেআর বনাম গুজরাট টাইটানস ম্য়াচের সম্ভাব্য একাদশ।

কলকাতা নাইট রাইডার্সের  বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা।  দলের মিডল অর্ডারে থাকতে পারেন  বিজয় শংকর ও ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের।  এরপর থাকছেন  অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী।  এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান।  পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও  ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ। 

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ-
শুবমান গিল
ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক)
বিজয় শংকর
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)
ডেভিড মিলার
রাহুল তেওয়াটিয়া
অভিনব মনোহর
রাশিদ খান
লকি ফার্গুসন
মহম্মদ শামি
আলজারি  জোসেফ

আজকের ম্য়াচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন ভেঙ্কটেশ আইয়র ও অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে থাকতে চলেছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন শেলডন জ্যাকসন। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। স্পিন অ্যাটাকে খেলবেন কেকেআরে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন প্য়াট কামিন্স, উমেশ যাদব ও শিবম মাভি। 

কেকেআরের সম্ভাব্য একাদশ-
ভেঙ্কটেশ আইয়র
অ্যারন ফিঞ্চ
শ্রেয়স আইয়র (অধিনায়ক)
নীতিশ রানা
শেলডন জ্যাকসন (উইকেট রক্ষক)
আন্দ্রে রাসেল
প্যাট কামিন্স
সুনীল নারিন
বরুণ চক্রবর্তী 
উমেশ যাদব
শিবম মাভি

প্রসঙ্গত,কলকাতা নাইট রাইডার্স  বনাম গুজরাট টাইটানস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। কেকেআার বনাম গুজরাট টাইটানস দলে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। ধারভারে, খাতায় কলমে গুজরাটের থেকে শক্তিতে অনেকটাই এগিয়ে নাইটরা। কিন্তু সাম্প্রতিক ফর্মের নিরিখে আজকের ম্যাচে গুজরাট টাইটানসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।