সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এ কেকেআর বনাম আরসিবির (KKR vs RCB) ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। মাত্র ১২৮ রানে শেষ কেকেআরের প্রথম ইনিংস। অনবদ্য বোলিং হাসরঙ্গা, আকাশ দীপ, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজদের।
প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে অনবদ্য ফর্ম ধরে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে পঞ্জাবের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে বোলিং লাইনআপ ২০৫ রান ডিফেন্ড করতে পারেনি, তারাই কেকেআরের বিরুদ্ধে দুরন্তভাবে কামব্যাক করল। আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২২-এর দ্বিতীয় ম্য়াচে পুরোপুরি ফ্লপ করল শ্রেয়স আইয়রের দলের ব্য়াটিং লাইনআপে। আকাশ দীপ, মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটলদের দাপটে নির্ধাতির ২০ ওভারে ১২৮ রানে অল আউট হয়ে গেল কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া অন্য কোনও ব্য়াটসম্য়ানই ২০-র গণ্ডী টপকাতে পারেননি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন হাসরঙ্গা। এছাড়া ৩টি উইকেট নেন আকাশ দীপ, ২টি উইকেট হার্শল প্য়াটেল ও ১টি মহম্মদ সিরাজ।
এদিন মুম্বইয়ের ডিওয়াউ পাতিল স্টেডিয়ামে টস হারের পরই কিছুটা হতাশ দেখিয়েছিল কেকেআর অধিনায়ককে। আর ব্য়াট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। ১৪ রানে প্রথম উইকেট পড়ে নাইটদের। ১০ রান করে আউট হন ভেঙ্কটেশ আইয়র। এরপর অজিঙ্কে রাহানে আউট হন ৯ রান করে। নীতিশ রানা মারকাটারিভাবে শুরু করলেও মাত্র ১০ রান করে প্যাভেলিয়নে ফেরত যান। অধিনায়ক শ্রেয়স আইয়রের কাছে আজ সুযোগ ছিল অধিনায়কোচিত ইনিংস খেলার। কিন্তু তিনিও তাড়াহুড়ো করে ছয় মারতে গিয়ে ১৩ রান করে আউট হন। যা দেখে হতাশ কেকেআর ফ্য়ানেরা । এরপর সুনীল নারিনকে উপরের দিকে পাঠালেও তিনিও ১২ রান করে আউট হন। এরপর খাতা না খুলেই আউট হন শেলডন জ্যাকসন। ৬৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স।
একদিক থেকে কিছুটা ধরে রাখার চেষ্টা করলেও তা বেশিক্ষণ চালাতে পারেননি স্য়াম বিলিংস। তিনি ১৪ রান করে আউট হন। একমাত্র আন্দ্রে রাসেল এদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ৩টি বিশাল ছক্কা মারার পাশাপাশি একটি চারও মারেন। যতক্ষণ আন্দ্রে রাসেল উইকেটে ছিল ততক্ষণ আশা ছিল কেকেআর সমর্থকদের। কিন্তু রাসেল আউট হতেই সব আশা শেষ হয়ে যায়। ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। টিম সাউদি এদিনের ম্য়াচে শিবম মাভির বদলে খেললেওো ব্য়াট হাতে খুব একটা কিছু করতে পারেননি ১ রান করে আউট হন তিনি। শেষের দিকে লড়াই করেন উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী। ইনিংসের সবথেকে বড় পার্টনারশিপ আসে শেষ উইকেটে। ২৭ রানের পার্টনারশিপ করেন উমেশ ও বরুণ। শেষ পর্যন্ত ১৮ রান করে আউট হন উমেশ যাদব। ১০ রান করে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্তী। ১২৮ রানে শেষ হয় কেকেআরের ইনিংস। আরসিবির টার্গেট ১২৯।