11:37 PM (IST) Apr 18

আউট উমেশ যাদব

বিগ হিট করতে গিয়ে ম্য়াককয়ের বলে বোল্ড হলেন উমেশ যাদব। ২১০ রানে অলআউট কেকেআর। ৭ রানে ম্য়াচ জিতল রাজস্থান।

11:34 PM (IST) Apr 18

আউট শেলডন জ্যাকসন

৮ রান করে ম্য়াককয়ের বলে আউট হলেন শেলডন জ্যাকসন। ৪ বলে দরকার ৯ রান।

11:31 PM (IST) Apr 18

১৯ তম ওভারে এল ৭ রান

১৯ তম ওভারে ভালো বোলিং করল প্রসিদ্ধ কৃষ্ণা। দিলেন ৭ রান। শেষ ওভারে দরকার ১১ রান।

11:25 PM (IST) Apr 18

আশা জাগিয়ে রেখেছেন উমেশ যাদব

বোল্টের ওভারে ২টি ছয় একটি চার মারলেন উমেশ যাদব। ২ ওভারে কেকেআরের দরকার ১৮ রান।

11:20 PM (IST) Apr 18

হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহল

পরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহল। আউট করলেন আউট করলেন শ্রেয়স আইয়র, শিবম মাভি, প্যাট কামিন্সকে।

11:17 PM (IST) Apr 18

পরপর আউট শ্রেয়স আইয়র, শিবম মাভি

চাহলের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আইয়র। ৮৫ রান করে আউট হলেন তিনি। তারপর এসেই বিগ হিট করতে গিয়ে আউট শিবম মাভি। ১৮০ রানে ৭ উইকেট কেকেআর।

11:10 PM (IST) Apr 18

আউট ভেঙ্কটেশ আইয়র

৬ রান করে চাহলের লে স্টাম্প আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।

11:08 PM (IST) Apr 18

বোল্টের ১৬ তম ওভারে এল ১১ রান

বোল্টের ওভারে একটি বিশাল ছক্কা সহ এল ১১ রান। ৪ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ৪০ রান।

11:03 PM (IST) Apr 18

দলকে একাই টানছেন শ্রেয়স

রাসেল আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়র। ১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১৬৭। ৫ ওভারে দরকার ৫১ রান।

10:55 PM (IST) Apr 18

শূন্য রানে আউট রাসেল

রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই বোল্ড হলেন আন্দ্রে রাসেল। ১৪ ওভার শেষে কেকেআর ১৫২ রানে ৪ উইকেট। ৬ ওভারে দরকার ৬৬।

10:49 PM (IST) Apr 18

আউট নীতিশ রানা

১৮ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন নীতিশ রানা। ১৩ ওভার শেষে কেকেআর ১৪৮ রানে ৩ উইকেট।

10:42 PM (IST) Apr 18

বিধ্বংসী মেজাজে ব্য়াট করছেন শ্রেয়স

একের পর এক আক্রমণাত্মক শট খেলছেন শ্রেয়স আইয়র। ১২ ওভার শেষে ১৩৪ রানে ২ উইকেট কেকেআর।

10:38 PM (IST) Apr 18

অর্ধশতরান শ্রেয়স আইয়রের

ফিঞ্চের পর অর্ধশকরান পূরণ করেন শ্রেয়স আইয়র। ১১ ওভার শেষে কেকেআর ১২৩ রানে ২ উইকেট। 

10:30 PM (IST) Apr 18

অর্ধশতরান করে আউট অ্যারন ফিঞ্চ

ঝড়ের গতিতে অর্ধশতরান অ্যারন ফিঞ্চের। তারপর আউট হলেন তিনি। ৫৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন তিনি। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৭ কেকেআর।

10:22 PM (IST) Apr 18

অষ্টম ওভারে এল ১৬ রান

ম্যাককয়ের অষ্টম ওভারে ১৬ রান নিল কেকেআর। ৮ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ১ উইকেট।

10:14 PM (IST) Apr 18

সপ্তম ওভারে চাহলকে ১৭ রান মারলেন ফিঞ্চ

মারকাটারি ব্যাটিং করছেন শ্রেয়স ও ফিঞ্চ। সপ্তম ওভারে চাহলকে ১৭ রান মারলেন ফিঞ্চ। কেকেআর ৭৪ রানে ১ উইকেট।

10:08 PM (IST) Apr 18

অশ্বিনের ষষ্ঠ ওভারে এল ১৪ রান

রানের গতিবেগ বাড়াচ্ছে কেকেআর। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ ফিঞ্চ-শ্রেয়সের। পাওয়ার প্লে শেষে কেকেআর ১ উইকেটে ৫৭।

10:05 PM (IST) Apr 18

৫ ওভার শেষেে ৪৩ কেকেআর

প্রসিদ্ধ কৃষ্ণার পঞ্চম ওভারে এল ১২ রান। কেকেআর ১ উইকেটে ৪৩ রান।

10:00 PM (IST) Apr 18

চতুর্থ ওভারে এল চার রান

চতুর্থ ওভারে মাত্র চার রান দিলেন ওবেড ম্য়াককয়। ৩১ রানে ১ উইকেট কেকেআর।

09:55 PM (IST) Apr 18

তৃতীয় ওভারে এল ৮ রান

বোল্টের তৃতীয় ওভারে দুটি চার মারলেন ফিঞ্চ। তিন ওভার শেষে কেকেআর ২৭ রান ১ উইকেটে।