বিগ হিট করতে গিয়ে ম্য়াককয়ের বলে বোল্ড হলেন উমেশ যাদব। ২১০ রানে অলআউট কেকেআর। ৭ রানে ম্য়াচ জিতল রাজস্থান।
- Home
- Sports
- Cricket
- KKR vs RR Live- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের সব লাইভ আপডেট, জানতে ক্লিক করুন
KKR vs RR Live- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের সব লাইভ আপডেট, জানতে ক্লিক করুন

সোমবার আইপিএব ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। লিগ টেবিলের উপরে উঠতে হলে ও শেষ চারে যাওয়ার লড়েইয়ে সুবিধানজনক জায়গায় থাকতে হলে আজকের ম্য়াচে জয় দরকার দুই দলের কাছেই। এবারের মরসুমের শুরুটা কিন্তু ভালোই করেছিল কেকেআর ও রাজস্থান। প্রথম চারটির মধ্যে তিনটি ম্য়াচ জিতে ভালো জায়গায় ছিল শ্রেয়স আইয়রের দল। কিন্তু শেষ দুটি ম্যাচে দিল্লি ও হায়দরাবাদের কাছে হার লিগ টেবিলে ছয় নম্বরে ঠেলে দিয়েছে নাইটদের। অপরদিকে, এবারের আইিপএলের অন্যতম শক্তিশালী দল রাজস্থান। ৫টি মধ্যে তিনটি জিতে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল। শেষ ম্য়াচে গুরাটের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া রয়্যালসরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আউট উমেশ যাদব
আউট শেলডন জ্যাকসন
৮ রান করে ম্য়াককয়ের বলে আউট হলেন শেলডন জ্যাকসন। ৪ বলে দরকার ৯ রান।
১৯ তম ওভারে এল ৭ রান
১৯ তম ওভারে ভালো বোলিং করল প্রসিদ্ধ কৃষ্ণা। দিলেন ৭ রান। শেষ ওভারে দরকার ১১ রান।
আশা জাগিয়ে রেখেছেন উমেশ যাদব
বোল্টের ওভারে ২টি ছয় একটি চার মারলেন উমেশ যাদব। ২ ওভারে কেকেআরের দরকার ১৮ রান।
হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহল
পরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহল। আউট করলেন আউট করলেন শ্রেয়স আইয়র, শিবম মাভি, প্যাট কামিন্সকে।
পরপর আউট শ্রেয়স আইয়র, শিবম মাভি
চাহলের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আইয়র। ৮৫ রান করে আউট হলেন তিনি। তারপর এসেই বিগ হিট করতে গিয়ে আউট শিবম মাভি। ১৮০ রানে ৭ উইকেট কেকেআর।
আউট ভেঙ্কটেশ আইয়র
৬ রান করে চাহলের লে স্টাম্প আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।
বোল্টের ১৬ তম ওভারে এল ১১ রান
বোল্টের ওভারে একটি বিশাল ছক্কা সহ এল ১১ রান। ৪ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ৪০ রান।
দলকে একাই টানছেন শ্রেয়স
রাসেল আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়র। ১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১৬৭। ৫ ওভারে দরকার ৫১ রান।
শূন্য রানে আউট রাসেল
রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই বোল্ড হলেন আন্দ্রে রাসেল। ১৪ ওভার শেষে কেকেআর ১৫২ রানে ৪ উইকেট। ৬ ওভারে দরকার ৬৬।
আউট নীতিশ রানা
১৮ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন নীতিশ রানা। ১৩ ওভার শেষে কেকেআর ১৪৮ রানে ৩ উইকেট।
বিধ্বংসী মেজাজে ব্য়াট করছেন শ্রেয়স
একের পর এক আক্রমণাত্মক শট খেলছেন শ্রেয়স আইয়র। ১২ ওভার শেষে ১৩৪ রানে ২ উইকেট কেকেআর।
অর্ধশতরান শ্রেয়স আইয়রের
ফিঞ্চের পর অর্ধশকরান পূরণ করেন শ্রেয়স আইয়র। ১১ ওভার শেষে কেকেআর ১২৩ রানে ২ উইকেট।
অর্ধশতরান করে আউট অ্যারন ফিঞ্চ
ঝড়ের গতিতে অর্ধশতরান অ্যারন ফিঞ্চের। তারপর আউট হলেন তিনি। ৫৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন তিনি। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৭ কেকেআর।
অষ্টম ওভারে এল ১৬ রান
ম্যাককয়ের অষ্টম ওভারে ১৬ রান নিল কেকেআর। ৮ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ১ উইকেট।
সপ্তম ওভারে চাহলকে ১৭ রান মারলেন ফিঞ্চ
মারকাটারি ব্যাটিং করছেন শ্রেয়স ও ফিঞ্চ। সপ্তম ওভারে চাহলকে ১৭ রান মারলেন ফিঞ্চ। কেকেআর ৭৪ রানে ১ উইকেট।
অশ্বিনের ষষ্ঠ ওভারে এল ১৪ রান
রানের গতিবেগ বাড়াচ্ছে কেকেআর। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ ফিঞ্চ-শ্রেয়সের। পাওয়ার প্লে শেষে কেকেআর ১ উইকেটে ৫৭।
৫ ওভার শেষেে ৪৩ কেকেআর
প্রসিদ্ধ কৃষ্ণার পঞ্চম ওভারে এল ১২ রান। কেকেআর ১ উইকেটে ৪৩ রান।
চতুর্থ ওভারে এল চার রান
চতুর্থ ওভারে মাত্র চার রান দিলেন ওবেড ম্য়াককয়। ৩১ রানে ১ উইকেট কেকেআর।
তৃতীয় ওভারে এল ৮ রান
বোল্টের তৃতীয় ওভারে দুটি চার মারলেন ফিঞ্চ। তিন ওভার শেষে কেকেআর ২৭ রান ১ উইকেটে।