সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KK vs RR)। প্রথমে ব্য়াট করে ১৫২ রান করল রাজস্থান রয়্যালস। কেকেআরের টার্গেট ১৫৩।
আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ব্য়াটে বলে হাড্ডাহাড্ডি লড়াই। এদিনের ওয়াংখেড়ে উইকেট একটু স্লো হওয়ায় খুব বড় স্কোর হল না। কেকেআর বোলারদের অনবদ্য বোলিং ও সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ারের অনবদ্য ব্য়াটিং দেখল ক্রিকেট প্রেমিরা। ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়কর শ্রেয়স আইয়র। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রান করে রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৫৪ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। এছাড়া ১৩ বলে ২৭ রান করেন শিমরন হেটমায়ার। ২২ রান করেন জস বাটলার। কেকেআরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট নেন উমেশ যাদব, শিবম মাভি ও অনুকুল রায়।
টস হেরে ব্য়াট করতে নেমে এদিন শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের। প্রথমত অনেক ধীরে শুরু করেন দুই ওপেনার জস বাটলার ও দেবদূত পাড়িকল। ৭ রানে পড়ে প্রথম উইকেট। ২ রান করে উমেশ যাদবের বলে আউট হন পাড়িকল। এরপর ইনিংসের রাশ ধরেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ও জস বাটলার। উইকেট একটি স্লো হওয়ায় ধরে খেলেন দুই তারকা ব্য়াটসম্যান। খুব একটি গতিতে রান তুলতে পারেননি। ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। কয়েকটি ভালো শটও খেলেন তারা। ৪৮ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। ৫৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে রাজস্থানের। ২২ রান করে টিম সাউদির বলে আউট হন জস বাটলার। দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস।
ব্য়াট হাতে এদিন দায়িত্ব নিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। বেশে কিছু অনবদ্য শট খেলেন তিনি। করুণ নায়ারকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। নিজের অর্ধশতরানও পূরণ করেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। তবে ব্য়াট হাতে বড় রান করতে পারেননি করুণ নায়ার। ৯০ রানে পড়ে তৃতীয় উইকেট। ১৩ রান করে অনুকুল রয়ের বলে আউট হন করুণ নায়ার। এরপর ক্রিজে আসেন রিয়ান পরাগ। অপরদিকে নিজের শট চালিয়ে যান সঞ্জু স্যামসন। ১১৫ রানে চতুর্থ উইকেট পড়ে রাজস্থানের। ১৯ রান করে টিম সাউদির বলে আউট হন রিয়ান পরাগ। ১১৫ রানেই পঞ্চম উইকেট পড়ে। ৫৪ রানের ইনিংস খেলে শিবম মাভির বলে আউট হন সঞ্জু স্যামসন। এরপর শেষের দিকে রাজস্থানের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অশ্বিন অপরাজিত থাকেন ৬ রান করেষ ১৫২-তে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। কেকেআরের টার্গেট ১৫৩ রান।