অনবদ্য ব্য়াটিং করে ১৩ বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। ৩৬ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্করাম।
- Home
- Sports
- Cricket
- KKR vs SRH Highlights - কেকেআরকে ৭ উইকেটে হারাল সানরাইজার্স, জানুন পুরো ম্য়াচের আপডেট
KKR vs SRH Highlights - কেকেআরকে ৭ উইকেটে হারাল সানরাইজার্স, জানুন পুরো ম্য়াচের আপডেট
বাঙালির নববর্ষে আইপিএল ২০২২ (IPL 2022) -এর ২৫ তম ম্যাচে মঠে নামছে বাংলার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। এবার আইপিএলে শুরুটা খুব একটা খারাপ করেনি কেকেআর। পাঁচ ম্য়াচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে শ্রেয়স আইয়রের দল। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছে নাইট শিবিরকে। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারলেও শেষ দুটি ম্য়াচ পরপর জিতে প্রতিযোগগিতায় দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে কেন উইলিয়ামসনের দল। ফলে একদিকে জয়ে ফিরতে ও বাংলার নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে মরিয়ে নাইট রাইডার্স। অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর অরেঞ্জ আর্মি। মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
- FB
- TW
- Linkdin
৩১ বলে অর্ধশতরান করলেন আইডেন মার্করাম।
১৬ ওভার শেষে ১৫৩ রানে ৩ উইকেট হায়দরাবাদ। ৪ ওভারে ২৪ রান।
ক্রিজে রয়েছেন নিকোলাস পুরান ও আইডেন মার্করাম। ১৫ ওভার শেষে ১৪০ রান সানরাইজার্স।
রাসেলের ১৫ তম ওভারে আন্দ্রে রাসেলর বলে ৩৭ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন রাহুল ত্রিপাঠী।
জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে হায়দরাাদ। কাজ করছে না কেকেআরের কোনও অস্ত্র। ১৪ ওভার শেষে ২ উইকেটে ১২৭ রান সানরাইজার্স।
চাপ বাড়ছে কেকেআরের উপর। ১২ ওভার শেষে ১০৯ রান সানরাইজার্স। হাতে রয়েছে ৮ উইকেট।
২১ বলে অর্ধশতরান পূরণ করলেন রাহুল ত্রিপাঠী। মারকাটারি ব্যাটিং করছেন মার্করামও। ১০ ওভার শেষে ৯৫ রান হায়দরাবাদ।
২ উইকেট পড়ার পর বিধ্বংসী ব্য়াটিং করছেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৪৬ রান করে ফেলেছেন তিনি। ৮ ওভার শেষে ৭৭ রান হায়দরাবাদ।
উইকেট পড়লেও রাসেলের ওভারে এল ১১ রান। ৬ ওভার শেষে ২ উইকেটে ৪৬ রান হায়দরাবাদ।
ষষ্ঠ ওভারে আন্দ্রে রাসেলের বলে একটি চার মারার পর আউট হলেন কেন উইলিয়ামসন। ১৭ রান করলেন তিনি।
প্যাট কামিন্সের চতুর্থ ওভারে এল দুটি চার। ৪ ওভার শেষে হায়দরাববাদ ২৭ রানে এক উইকেট।
দ্বিতীয় ওভারের শেষ বলে ভাগ্যের জোরে চার পেলেন কেন উইলিয়ামসন। হায়দরাবাদ ৯ রানে ১ উইকেট।
প্য়াট কামিন্সের দ্বিতীয় ওভারে বোল্ড অভিষেক শর্মা। ৩ রান করলেন তিনি।
উমেশ যাদবের প্রথম ওভারে ৩ রান করল সানরাইজার্স হায়দরাবাদ।
শেষ তিন বলে ১৬রান করলেন রাসেল। ২৫ বলে ৪৯ রান করে অপরজিত থাকলেন তিনি। কেকেআর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করল।
শেষ ওভারা সুচিতের বলে আউট অমন খান। ৫ রান করেন তিনি।
ভুবনেশ্বর কুমারের ১৯ তম ওভারে খুব বেশি রান এল না। কেকেআর ১৫৮ রানে ৭ উইকেট।
৩ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হলেন প্যাট কামিন্স।
মারকাটারি ব্য়াটিং করছেন রাসেল। ১৮ ওভার শেষে ১৫০ কেকেআর