রান আউট হলেন হর্শিত রানা। ১০১ রানে অল আউট কেকেআর। ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ।
KKR vs LSG Highlights- কীভাবে কেকেআরকে হারাল লখনউ, জানুন ম্য়াচের সব আপডেট

আইপিএল সুপার স্যাটারডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা শ্রেয়স আইয়র ও কেএল রাহুলের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে পারদ। তবে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে কেএল রাহুলের দল। ১০টি ম্য়াচের মধ্যে ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। আজ জিততে পারলে শেষ চারের টিকিট প্রায় পাকা হয়ে যাবে কেএ রাহুলের দলের। অপরদিকে, টানা পাঁচ ম্য়াচ হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে কেকেআরের। তবে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে প্রতিযোগিতার বাকি সব ম্য়াচই নাইটদের কাছে ডু অর ডাই। তাই যেনতেন প্রকারে ২ পয়েন্ট চাইছে কেকেআর।
অল আউট কেকেআর, ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ
আউট টিম সাউদি
এসেই খাতা না খুলে হোল্ডারের বলে আউট হলেন টিম সাউদি।
আউট সুনীল নারিন
২২ রান করে হোল্ডারের বলে আউট হলেন নারিন।
আউট অনুকুল রায়
খাতা না খুলেই আবেখ খানের বলে আউট হলেন অনুকুল রায়।
আউট আন্দ্রে রাসেল
১৯ বলে ৪৫ রান করে আভেস খানের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।
১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর
ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এসেই একটি ছয় ও চার মারলেন নারিন। ১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর।
আউট রিঙ্কু সিং
১২ তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ৬ রান করে আউট হলেন রিঙ্কু সিং
১০ ওভার শেষে ৬৪ কেকেআর
রবি বিষ্ণোইকেও একটি বিশাল ছক্কা মারলেন রাসেল। কেকেআর ১০ ওভার শেষে ৬৪ রান ৪ উইকেটের বিনিময়ে।
নবম ওভারে হোল্ডারকে ২৫ মারলেন রাসেল
নবম ওভারে জেসন হোল্ডারে ৩টি ছয় ও একটি চার সহ ২৫ রান মারলেন রাসেল। ৯ ওভার শেষে কেকেআর ৫৫ রানে ৪ উইকেট।
আউট নীতিশ রানা
সপ্তম ওভারে আভেশ খানের বলে ২ রান করে আউট হলেন নীতিশ রানা। ৭ ওভার শেষে ২৫ রানে ৪ উইকেট কেকেআর।
আউট অ্যারন ফিঞ্চ
পাওয়ার প্লের শেষ ওভারে জেসন হোল্ডারের বলে বাজে শট খেলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। করলেন ১৪ রান। কেকেআর ২৩ রানে ৩ উইকেট।
৫ ওভার শেষে কেকেআর ২১
আভেস খানের পঞ্চম ওভারে এল ১০ রান। একটি চার মারলেন ফিঞ্চ। ৫ ওভার শেষে ২ উইকেটে কেকেআর ২১
আউট শ্রেয়স আউয়র
৬ রান করে দুষ্মান্তা চামিরার বলে আউট হলেন শ্রেয়স আইয়র। কেকেআর ১১ রানে ২ উইকেট।
২ ওভার শেষে কেকেআর ৪
শুরুতেই উইকেট হারিয়ে চাপে কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ৪।
আউট বাবা ইন্দ্রজিৎ
প্রথম ওভারে খাতা না খুলেই মহসিন খানের বলে আউট হলেন বাবা ইন্দ্রজিৎ।
১৭৬ রান করল লখনউ
শেষ বলে রান আউট হলেন দুষ্মান্তা চামিরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস।
আউট জেসন হোল্ডার
শেষ ওভারে ১৩ রান করে সাউদির বলে আউট হলেন জেসন হোল্ডার।
১৯ তম ওভারে ৩০ রান দিলেন মাভি
প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলে আউট হন তিনি। শেষ দুটি বলে আরও দুটি ছয় মারলেন হোল্ডার। এক ওভারে ৩০ রান দিলেন মাভি। ১৯ ওভারে শেষে ১৭২ লখনউ।
ছয়ের হ্য়াটট্রিক করে আউট স্টয়নিস
শিবম মাভির ১৯ তম ওভারে প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলেও ছয় মারতে গিয়ে আউট হলেন অজি তারকা। করলেন ১৪ বলে ২৮।
১৮ ওভার শেষে ১৪২ লখনউ
১৮ তম ওভারে আটোসাঁটো বোলিং রাসেলের। ১৮ ওভার শেষে ১৪২ লখনউ