10:52 PM (IST) May 07

অল আউট কেকেআর, ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ

রান আউট হলেন হর্শিত রানা। ১০১ রানে অল আউট কেকেআর। ৭৫ রানে ম্য়াচ জিতল লখনউ।

10:49 PM (IST) May 07

আউট টিম সাউদি

এসেই খাতা না খুলে হোল্ডারের বলে আউট হলেন টিম সাউদি।

10:48 PM (IST) May 07

আউট সুনীল নারিন

২২ রান করে হোল্ডারের বলে আউট হলেন নারিন।

10:37 PM (IST) May 07

আউট অনুকুল রায়

খাতা না খুলেই আবেখ খানের বলে আউট হলেন অনুকুল রায়।

10:34 PM (IST) May 07

আউট আন্দ্রে রাসেল

১৯ বলে ৪৫ রান করে আভেস খানের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

10:30 PM (IST) May 07

১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর

ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এসেই একটি ছয় ও চার মারলেন নারিন। ১২ ওভার ৭৯ রানে ৫ উইকেট কেকেআর।

10:27 PM (IST) May 07

আউট রিঙ্কু সিং

১২ তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ৬ রান করে আউট হলেন রিঙ্কু সিং

10:20 PM (IST) May 07

১০ ওভার শেষে ৬৪ কেকেআর

রবি বিষ্ণোইকেও একটি বিশাল ছক্কা মারলেন রাসেল। কেকেআর ১০ ওভার শেষে ৬৪ রান ৪ উইকেটের বিনিময়ে।

10:14 PM (IST) May 07

নবম ওভারে হোল্ডারকে ২৫ মারলেন রাসেল

নবম ওভারে জেসন হোল্ডারে ৩টি ছয় ও একটি চার সহ ২৫ রান মারলেন রাসেল। ৯ ওভার শেষে কেকেআর ৫৫ রানে ৪ উইকেট।

10:03 PM (IST) May 07

আউট নীতিশ রানা

সপ্তম ওভারে আভেশ খানের বলে ২ রান করে আউট হলেন নীতিশ রানা। ৭ ওভার শেষে ২৫ রানে ৪ উইকেট কেকেআর।

09:56 PM (IST) May 07

আউট অ্যারন ফিঞ্চ

পাওয়ার প্লের শেষ ওভারে জেসন হোল্ডারের বলে বাজে শট খেলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। করলেন ১৪ রান। কেকেআর ২৩ রানে ৩ উইকেট।

09:52 PM (IST) May 07

৫ ওভার শেষে কেকেআর ২১

আভেস খানের পঞ্চম ওভারে এল ১০ রান। একটি চার মারলেন ফিঞ্চ। ৫ ওভার শেষে ২ উইকেটে কেকেআর ২১

09:45 PM (IST) May 07

আউট শ্রেয়স আউয়র

৬ রান করে দুষ্মান্তা চামিরার বলে আউট হলেন শ্রেয়স আইয়র। কেকেআর ১১ রানে ২ উইকেট।

09:38 PM (IST) May 07

২ ওভার শেষে কেকেআর ৪

শুরুতেই উইকেট হারিয়ে চাপে কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ৪।

09:32 PM (IST) May 07

আউট বাবা ইন্দ্রজিৎ

প্রথম ওভারে খাতা না খুলেই মহসিন খানের বলে আউট হলেন বাবা ইন্দ্রজিৎ। 

09:14 PM (IST) May 07

১৭৬ রান করল লখনউ

শেষ বলে রান আউট হলেন দুষ্মান্তা চামিরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস।

09:12 PM (IST) May 07

আউট জেসন হোল্ডার

শেষ ওভারে ১৩ রান করে সাউদির বলে আউট হলেন জেসন হোল্ডার।

09:08 PM (IST) May 07

১৯ তম ওভারে ৩০ রান দিলেন মাভি

প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলে আউট হন তিনি। শেষ দুটি বলে আরও দুটি ছয় মারলেন হোল্ডার। এক ওভারে ৩০ রান দিলেন মাভি। ১৯ ওভারে শেষে ১৭২ লখনউ।

09:06 PM (IST) May 07

ছয়ের হ্য়াটট্রিক করে আউট স্টয়নিস

শিবম মাভির ১৯ তম ওভারে প্রথম তিনটি বলে ৩টি ছয় মারেন স্টয়নিস। চতুর্থ বলেও ছয় মারতে গিয়ে আউট হলেন অজি তারকা। করলেন ১৪ বলে ২৮।

09:01 PM (IST) May 07

১৮ ওভার শেষে ১৪২ লখনউ

১৮ তম ওভারে আটোসাঁটো বোলিং রাসেলের। ১৮ ওভার শেষে ১৪২ লখনউ