সংক্ষিপ্ত

বাংলার অন্যান্য ক্রিকেটাররা (Bengal Cricketer) আইপিএল ২০২২ মেগা নিলামের (IPL 2022 Mega Auction) প্রথম দিনে দল পেলেও অবিক্রিত থেকে গেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে জল্পনার মধ্যেই আইপিএলেও দল পেলেন না বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্য়ান।
 

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) আন্তর্জাতিক কেরিয়ার কী শেষ। এই নিয়ে বিগচত বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)। কারণ ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের (Indian Team Manegment) তরফ থেকে ঋদ্ধিমান সাহাকে জানিয়ে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে। তারউপর  ঋদ্ধি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy)না খেলার সিদ্ধান্ত সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি করেছে। যদিও এই বিষয়ে সরাসরি কোনও মুখ খোলেননি ঋদ্ধিমান সাহা। তবে আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Mega Auction) ঋদ্ধিমান সাহা দল পায় কিনা সেদিকেই নজর ছিল সকলের। গতবার পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন ঋদ্ধি। এবার দল পাওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু নিলামের প্রথম দিন হতাশ হলেন ঋদ্ধিমান সাহা। অবিক্রিত থেকে গেলেন তিনি। 

আইপিএলের প্রথম মরসুম থেকে প্রতিযোগিতায় কোনও না কোনও দলে খেলেছেন ঋদ্ধিমান সাহা। এবার তাকে রিটেন করেনি সানরাইজার্স হায়দরাবাদ। ২০২২ আইপিএল নিলামে ১ কোটি টাকা বেস প্রাইজে নিলামে নাম নথিভুক্ত করেছিলেন ঋদ্ধি। কিন্তু নিলামে তার নাম ওঠার পর আইপিএলের ১০ দলের কোন ফ্র্যাঞ্চাইজি ঋদ্ধিকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। নিলামের সঞ্চালক কয়েকবার তার নাম প্রস্তাব করার পর অবিক্রিত ঘোষণা করা হয় ঋদ্ধিমান সাহাকে। আইপিএলে ১৩৩ ম্য়াচে ২১১০ রান করেছেন ঋদ্ধিমান সাহা। একটি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে তার। তবে প্রথম দিন অবিক্রিত থাকলেও দ্বিতীয় দিনে ফের দল পাওয়ার সুযোগ পাবেন ঋদ্ধি।

ঋদ্ধি দল না পেলেও বাংলার অপর ক্রিকেটাররা এদিন নিলামে দল পেয়েছেন। বাংলার ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দর পেয়েছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। তাকে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছে আইপিএলে নতুন দল গুজরাট টাইটানস। এছাড়াও শাহবাজ আহমেদের দর উঠল ২ কোটি ৪০ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) শাহবাজের জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত তার গতবারের দল আরসিবি (RCB) তাকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কেনে। এছাড়া গতবারও পঞ্জাবে খেলেছিলেন বাংলার পেসার ইশান পোরেল। এবারও তাকে ২৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস। কিন্তু ঋদ্ধি দল না পাওয়া অবাক করেছে সকলকেই।