সংক্ষিপ্ত
বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। ম্য়াচ জিতলেই লিগ টেবিলের শীর্ষ ওঠার সুযোগ হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের।
বুধবার আইপিএল ২০২২-এর মেগা ফাইটে মুখোমুখি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা দুই দল গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে এই সুপার ডুয়েল। ম্য়াচে টস ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়ার। রাতের খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিচে দেরি করেননি গুজরাট টাইটানসের অধিনায়ক। ডিউ সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়া। অপরদিকে টস হারলেও বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখার লক্ষ্যে নামছে কেন উইলিয়ামসনের দল। আজকের ম্য়াচে গুজরাট টাইটানস দলে কোনও পরিবর্তন হয়নি। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলে একটি পরিবর্তন হয়েছে। চোট মুক্ত হওয়ায় জগদীশা সুচিতের জায়গায় দলে ফিরেছেন তারকা স্পিনার ওয়াশিংটন সুন্দর।
আজকের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন কেন উইলিয়ামসন (অধিনায়ক) ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলবেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেট রক্ষক), আইডেন মার্করাম। দুরন্ত ফর্মে রয়েছেন ত্রিপাঠী ও মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন শশাঙ্ক সিং ও ওয়াশিংটন সুন্দর। স্পিন অ্যাটাকের দায়িত্বও থাকছে ওয়াশিংটন সুন্দরের উপর। প্রয়োজনে বল করছেন আইডেন মার্করামও। হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলছেন মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিক।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে রয়েছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। দলের মিডল অর্ডারে রয়েছেন ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের। এরপর থাকছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান। পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ ও তরুণ পেসার যশ দয়াল।
প্রসঙ্গত, গুজরাট ও হায়দরাবাদের মধ্যে আজকের ম্য়াচে যেই দল জিতবে তাদের সুযোগ থাকছে লিগ টেবিলের শীর্ষ ওঠার। বর্তমানে ৭টি ম্য়াচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, প্রতিযোগিতার প্রথম দুটি ম্য়াচ হারের পর শেষ পাঁচটি ম্য়াচে পরপর জিতে দুরন্তভাবে কামব্যাক করেছে কেন উইলিয়ামসনের দল। ৭ টির মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অরেঞ্জ অর্মি। ফলে আজকের ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাডতে নারাজ দুই দল। আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।