সংক্ষিপ্ত

সোমবার আইপিএল ২০২২ (IPL 2022) -এর মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার দল। দ্বিতীয় জয় পেতে মরিয়া কেন উইলিয়ামসন ব্রিগেড। দেখে নিন ম্যাচের আগে দুই দলের সম্ভাব্য একাদশ।

আইপিএল ২০২২ (IPL 2022) -এ সোমবার আরও একটি মেগা ফাইট। একদিকে প্রতিযোগিতার একরমাত্র অপরাজিত দল টানা তিনটি ম্যাচ জেতা হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস (Gujarat Titans)। অপরদিকে প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে জয়ের রাস্তায় ফেরা সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এবারের আইপিএলে আবির্ভাবেই দুরন্ত পারফ্রম করছে গুজরাট। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টানা চারটি জয় পেয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠতে বদ্ধ পরিকর হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, রাশিদ খান, মহম্মদ শামিরা। অপরদিকে, দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলে উপরে উঠতে মরিয়া কেন উইলিয়াম, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংট সুন্দরা। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলুন দেখে নেওয়া গুজরাট ও হায়দরাবাদের সম্ভাব্য একাদশ।

গুজরাট টাইটনসের সম্ভাব্য একাদশ-
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ম্য়াথিউ ওয়েড অথবা ঋদ্ধিমান সাহা। দলের মিডল অর্ডারে থাকতে পারেন  সাই সুদর্শন ও ডেভিড মিলার,। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের। অধিনায়র হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী।  এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান।  পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও  তরুণ ভারতীয় মিডিয়াম পেসার দর্শন নালকাণ্ডে। 

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
অপরদিকে আজকের ম্যাচে গজুরাট টাইটানসের বিরুদ্ধে  সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিংলাইনআপে ওপেনিংয়ে থাকতে পারেন কেন উইলিয়ামসন (অধিনায়ক) ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলবেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেট  রক্ষক), আইডেন মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে শশাঙ্ক সিং ও ওয়াশিংটন সুন্দরকে। স্পিন অ্যাটাকের দায়িত্বও থাকছে সুন্দরের উপর। হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলার সম্ভাবনা মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিকের।

প্রসঙ্গত, গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দরাাদের ম্যাচ হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। গুজরাট ও হায়দরাবাদ দুই দলেই একাধিক ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। সানরাইজার্স দলে তারকা প্লেয়ার বেশি থাকলেও টানা তিনটি ম্য়াচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাই টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও ক্রিকেট বিশেষজ্ঞরাও আজকের ম্যাচে গুজরাট টাইটানসকেই এগিয়ে রাখছেন। 

আরও পড়ুনঃSRH vs GT- সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, কে জিততে পারে ম্যাচ, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃমারকাটারি ফিগার, চাউনিতে উষ্ণতার হাতাছানি, চিনে নিন মুম্বই ইন্ডিয়ান্স তারকা সুপার সেক্সি বান্ধবীকে