সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। প্রথমে ব্য়াট করে ১৬১ রান করল মুম্বই । কেকেআরের টার্গেট ১৬২ রান।

প্রথম ১৫ ওভার বল হাতে কেকেআর বোলারদের দাপট। আর শেষ পাঁচ ওভারে বিধ্বংসী মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটসনম্য়ানরা। আইপিএলের গুরত্বপূর্ণ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ব্য়াটে-বলের টানটান লড়াই প্রথম ইনিংসে। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ম্য়াচেই চোট সারিয়ে দলে ফেরা সূর্যকুমার যাদব। এছাড়া ৩৮ রান করেন তিলক ভার্মা। শেষ ওভারে ৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন কায়রন পোলার্ড। কেকেআরের হয়ে দুটি উইকেট নেন প্য়াট কামিন্স। কিন্তু ৪৯ রান খরচ করেন তিন। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

এদিন ব্যাট হাতে শুরুটা মোটেই ভালে হয়নি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ওভার থেকেই আগুনে বোলিং শুরু করেন উমেশ যাদব। দ্বিতীয় ওভারে আটোসাঁটো বোলিং করেন রাসিখ শেখও। তৃতীয় ওভারে দলের ৬ রানের মাথায় প্রথম উইকেট পড়ে মুম্বইয়ের। ৩ রান করে উমেশ যাদবের বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন এই ম্যাচে মুম্বইয়ের হয়ে অভিষেক হওয়া ডিওয়াল্ড ব্রেভিস। এসেই আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন তিনি। ১৯  বলে দ্রুত গতিতে ২৯ রান করেন তিনি। কিন্তু বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প আউট হন তিনি। ৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। এরপর ব্য়াট হাতে প্রতিযোগিতায় অনবদ্য ফর্মে থাকা ইশান কিশানও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলের ৫৫ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ১৪ রান করে প্যাট কামিন্সের বলে শ্রেয়স আইয়রের হাতে ক্যাচ আউট হন ইশান কিশান। 

এরপর ইনিংসের রাশ ধরেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। প্রথমে একটু ধীর গতিতে খেলে পিচে সেট হওয়ার চেষ্টা করেন দুই ব্য়াটসম্য়ান। তাকপর সেট হওয়ার পর আক্রমণাত্মক শট খেলা শুরু করেন দুজনে। ১৫ ওভারের পর থেকে গিয়ার আরও চেঞ্জ করেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। দুজনে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারতে থাকেন তারা। বরুণ চক্রবর্তী , সুনীল নারিনদের ওভারেও বড় রান নেন দুই ব্য়াটসম্য়ান। ৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। শেষে ওভারে প্য়াট কামিন্সের বলে আউট হন সূর্যুকমার যাদব। ৩৬ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৮৩ রানের পার্টনারশিপ করেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। এরপর শেষে ওভারে তিনটি ছক্কা মারেন পোলার্ড। ৫ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৮ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের জয়ের টার্গেট ১৬২ রান।