সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KK vs RR)। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়র ও সঞ্জ স্য়ামসনের দল। 

আইপিএল ২০২২ -এর মেগা ম্যাচে সোমবার মুখোমুখি হতে চলেছে কলকাতান নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্রথম পর্বের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সঞ্জু স্যামসনের দলের কাছা হারতে হয়েছিল শ্রেয়স আইয়রের দলকে। এই ম্য়াচে নামার আগে দুই দলই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। তবে কেকেআরের কাছে লড়াইটা এখন অনেক কঠিন। পরপর৫ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। শেষ চারের ওঠার আশা জিইয়ে রাখতে হলে শেষ পাঁচটি ম্য়াচই জিততে হবে কেকেআরকে। বর্তমানে ৯টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলেও লিগ টেবিলে এখনও অনেক ভালো জায়গায় রয়েছে রাজস্থান। ৯টি ম্যাচের মধ্যে ৬টি জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালসরা। আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই দল।

কেকেআরের ডু অর ডাই ম্য়াচ-
আর একটি হার, তাহলেই এবছরের মত শেষ চারের ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে কেকেআরের। ফলে আগামি পাঁচটি ম্যাচ সবকটি নাইটদের কাছে ডু অর ডাই। এমন পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়িয়ে ছন্দে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। তবে ব্যাটিং বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়িয়েছে টিম ম্য়ানেজমেন্টের। শেষ ম্য়াচে নীতিশ রানা, শ্রেয়স আইয়র ও রিঙ্কু সিং কিছুটা রান পেলেও বাকি ব্য়াটিং লাইনআপ কেউ ১০ রানের গণ্ডি টপকাতে পারেনি। তবে দলের সবথেকে কঠিন সময়ে রানে ফিরতে মরিয়া সকলেই। অপরদিকে, উমেশ যাদব, সুনীল নারিন ছাড়া অন্যান্যরাও ধারাবিহকভাবে পারফর্ম করতে পারছে না। রাজস্থান ম্য়াচের আগে সব ভুল ত্রুটি শুধরে নিয়ে ছন্দে ফেরাই লক্ষ্য কেকেআরের বোলিং ইউনিটের। সব মিলিয়ে প্রথম পর্বে রাজস্থানের বিরুদ্ধে হারের বদলা নেওয়ার পাশাপাশি জয়ে ফিরতে মরিয়া কেকেআর।

জয়ে ফেরাই লক্ষ্য রাজস্থানের-
লিগ টেবিলের একেবারে নীচে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার  লিগ টেবিলের তৃতীয় স্থানে নামিয়ে এনেছে রাজস্থান রয়্যালসকে। কেকেআরের বিরুদ্ধে  আজ জিততে পারলেই ফের দ্বিতীয় স্থানে উঠে আসবে সঞ্জু স্য়ামসনের দল। মুম্বই ম্য়াচে হার থেকে শিক্ষা নিয়ে জয়ে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান। জস বাটলার ছাড়া শেষ ম্যাচে কোনও ব্য়াটসম্যান বড় রান পায়নি। তবে তা নিয়ে চিন্তিত নন টিম ম্য়ানেজমেন্ট। কারণ ছন্দে রয়েছেন দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগরা। বোলিং বিভাগেও ফর্মে রয়েছেব ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল , কুলদীপ সেনরা। সব মিলিয়ে কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার বিষয়ে বদ্ধপরিকর রাজস্থান।

পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটসম্য়ানদের জন্য সহায়ক হলেও স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনাই এখানে বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই দলের অধিনায়ককে। টস জিতে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ম্য়াচ প্রেডিকশন-
কেকেআর ও রাজস্থান  দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে।  দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার শ্রেয়স আইয়রের দলের থেকে সঞ্জু স্যামসনের দল অনেকটাই এগিয়ে । সাম্প্রতিক ফর্মও দুই দলের নিরিখে এগিয়ে রাজস্থান। ফলে আজকের ম্য়াচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও রাজস্থান রয়্যালসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  

আরও পড়ুনঃটানা ৫ হার, জয়ে ফিরতে দলে একাধিক পরিবর্তন, দেখে নিন রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃপরনে নামমাত্র বিকিনি, যৌনতার আবেদনে কী খুলে ফেলছেন সেটুকুও, দিল্লি ক্যাপিটালস তারকার বউ সত্য়ি নেশা ধরাবে