দু’কোটি টাকা দিয়ে ডেল স্টেইনকে কিনল বিরাটের আরসিবি
- Home
- Sports
- Cricket
- Live IPL Auction 2020- শুরু আইপিএল নিলাম, সব থেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স, দলে নিল কেকেআর
Live IPL Auction 2020- শুরু আইপিএল নিলাম, সব থেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স, দলে নিল কেকেআর
আর কিছুক্ষণের মধ্যেই আইপিএল-এর নিলাম শুরু। বলতে গেলে আজ কলকাতার বুকে ক্রিকেটের ম্যাটিনি শো। বহু ক্রিকেটপ্রেমী আজ সকাল থেকে সমানে নিলাম সম্পর্কিত খবরে নজর রেখে চলেছে। আইপিএল-এর এটা পূর্ণাঙ্গ নিলাম নয়। মিনি নিলাম বলা যেতে পারে একে। আইপিএল নিলাম ২০২০-র জন্য ৩৩২ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হয়েছে। এরমধ্যে ৭৩ জন ক্রিকেটার আইপিএল দলগুলিতে স্থান পাবে। আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজগুলি বেশকিছু ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় কিছু স্থান শূন্য হয়েছে। সেই শূন্যস্থান ভরাটের জন্য এই নিলাম থেকে ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।
- FB
- TW
- Linkdin
নিলামের শেষ পর্বে এসে অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মার্কোস স্টইনিসকে নিয়ে দড়ি টানাটানি হল দিল্লি ও রাজস্থানের মধ্যে। ৪ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে স্টোইনিসকে দলে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
চার কোটি টাকায় অস্ট্রেলিয়ার বোলার কেন রিচার্ডসনকে দলে নিল বিরাটের আরসিবি
ইংল্যান্ডের অল রাউন্ডার ক্রিস জর্ডনকে ৩ কোটি টাকা দিয়ে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হেজেলউডকে দলে নিল চেন্নাই সুপার কিংস। ২ কোটি টাকার বেস প্রাইজে বিক্রি হলেন এই অজি বোলার।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল সান রাইডার্স হায়দরাবাদ। কিন্তু অবিক্রিত থেকে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল।
৭.৭৫ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের তারকা তরুণ ব্যাটসম্যানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
বাংলা মনোজ তিওয়াড়ি এবারও কোনও দল পেলন না । কোনও দলই তাঁকে নেওয়ার জন্য আগ্রহ দেখাল না।
ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালকে ২কোটি ৪০ লক্ষ টাকায় দলে তুলে নিল রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের হয়ে সব থেকে কম বসেয়ে সীমিত ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন মুম্বাইয়ের এই ফুচকাওয়ালা। এবারের আইপিএলে তিনি যে বড় দর পাবেন সেটা নিশ্চিত ছিল।
চার কোটি টাকায় বরুণ চক্রবর্তীকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে বড় দর পেয়ে চমক দিয়েছিলেন বরুণ। কিন্তু সে ভাবে পারফর্ম করতে পারেননি তিনি। এবারও বড় দর পেলেন তিনি।
সান রাইজার্স হায়দরাবাদ ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিল প্রিময় গর্গকে
এবারের আইপিএলে ঘরোয়া ক্রিকেট ভাল খেলা ক্রিকেটারদের মধ্যে নজর ছিল ঝাড়খন্ডের ক্রিকেটার বিরাট সিংয়ের দিকে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিল সান রাইজার্স হায়দরাবাদ।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা ব্যাটম্যান রাহুল ত্রিপাঠীকে ৬০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স
এক কোটি টাকার বেস প্রাইজে নিলামের আসলে এলেন প্রাক্তন নাইট পীযুস চাওলা। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় চাওলাকে দলে তুলে নিল চেন্নাই সুপার কিংস।
৫০ লক্ষ টাকার বেস প্রাইজে এবারের আইপিএল নিলামের আসরে আসেন ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কট্রেল। অনেকেই মনে করেছিলেন বড় দর পাবেন তিনি। বাস্তবেও তাই হল। আট কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিংস ইলেভেন পাঞ্জাব দলে নিল শেল্ডন কট্রেলকে।
অস্ট্রেলিয়ার পেস বোলার টাই বিক্রি না হলেও, দল পেলেন নেথন কুল্টারনাইল। এক কোটির বেস প্রাইজ থেকে আট কোটি টাকায় কুল্টারনাইলকে তুলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
এবারের নিলামেও বাঁ-হাতি ভারতীয় পেস বোলার জয়দেব উনাটকাটকে নিয়ে দড়ি টানাটানি হল। এক কোটির বেস প্রাইজ থেকে তিন কোটি টাকায় বিক্রি হলেন জয়দেব। তাঁকে আবার দলে তুলে নিল রাজস্থান রয়্যালস।
একাধিক উইকেট কিপার বিক্রি হলেন না এবারের নিলামে। সেই তালিকায় আছেন মুসফিকুর রহিম, সাই হোপ, নমন ওঝা, কুসাল পেরেরা। বিক্রি হলেন না ডেল স্টেইন, মোহিত শর্মার মত বোলারও।
উইকেটে কিপার অ্যালেক্স ক্যারিকে দিয়ে শুরু হল দ্বিতী পর্বের নিলাম। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের ইতিহাসে সব থেকে দামি বিদেশি ক্রিকেটার হয়ে উঠচেল অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক প্যাট কামিন্স। বেন স্টোকসের রেকর্ড ভেঙে দিলেন অজি পেসার। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার যুবরাজ সিং। ১৬ কোটি টাকা দর উঠেছিল ভারতীয় ক্রিকেটারের।