সংক্ষিপ্ত
দুবাইতে রোহিত বনাম কোহলির মহারণ। প্রথম দুই ম্য়াচে হারতে হয়েছে দুই দলকে। আজ জয়ে ফিরতে মরিয়া মুম্বই ও ব্যাঙ্গালোর। ম্যচে টসে জিতে বোলিং করছে মুম্বই।
সুপার সানডেতে আইপিএলে (IPL 2021) ডবল হেডারে মহারণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma)মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মরুদেশে পরপর দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে দুই দলকে। বর্তমানে ৯ ম্যাচে ৫টি জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। অপরদিকে, ৯ ম্য়াচে ৪ জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রোহিত শর্মার দল।
প্লে অফের রাস্তা মসৃণ করতে হলে আজ মেগা ম্যাচে জয় দরকার দুই দলের। মেগা ম্য়াচে টস ভাগ্য সাথ দিয়েছে রোহিত শর্মার। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্স দলের জন্য সুখবর প্রথম একাদশে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন সৌরভ তিওয়ারী। মুম্বইয়ে ব্য়াটিং লাইনআপে রয়েছেন কুইন্টন ডিকক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষান। অলরাউন্ডারের ভূমিকায় রয়ছে কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া। বোলিং লাইনআপে রয়েছেন অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট।
অপরদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে দলে তিনটি পরিবর্তন করেছে রয়্যাল চ্যালেঞজার্স ব্যাঙ্গালোর। দলে এসেছেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন। আরসিবি দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে বিরাট কোহলি, দেবদূত পাড়িকল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, এসকে ভরত। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন কাইল জেমিসন, হার্সল প্যাটেল, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহল।