সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস (MI vs PBKS)। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার দল, অপরদিকে জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। 
 

আইপিএল ২০২২ (IPL 2022) -এর ২৩ তম ম্যাচে বুধবার মুখোমুখি  হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস (Mumbai Indians vs Punjab Kings)। এবারের আইপিএলের একমাত্র দল হিসেবে এখনও একটিও ম্যাচ জেতেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। ইতিমধ্যেই দলের পাশে দাঁড়িয়ে ঘুড়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুম্বই  ইন্ডিয়ান্সের মালিক নীতা অম্বানি। অপরদিকে, শুরুটা জয় দিয়ে করলেও ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দলেও। ৪টি মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব কিংস। একদিকে যেখানে মরসুমের প্রথম জয় পেতে মরিয়া রোহিত ব্রিগেড, অপরদিকে গত ম্যাচের হার ভুলে ফের জেয়ে ফেরার বিষয়ে আশাবাদী মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস।

প্রথম জয় খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স-
মরসুমের চারটি ম্যাত কেটে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং থেকে বোলিং কয়েক জন ক্রিকেটার বাদে কোনও বিভাগই যেন আশানরুপ পারৎর্ম করতে পারছে না। শেষ দুই ম্যাচে তো ব্যাটিং লাইনআপকে একা টেনেছেন সূর্যকুমার যাদব।  রোহিত শর্মা ও ইশান কিশানও ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন। বোলিং লাইনআপে যদিও কিছুটা লড়াই করার চেষ্টা করছেন জসপ্রীত বুমরা,  জয়দেব উনাদকাট, মুরগান অশ্বিন, বাসিল থাম্পিরা। এই পরিস্থিতিতে পঞ্চম ম্যাচে যদি দল ঘুড়ে দাঁড়াতে নমা পারে তাহলে সেমি ফাইনালে ওঠার আশা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়াবে। তবে শেষ চার নিয়ে না ভেবে রোহিত শর্মার দলের লক্ষ্য পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেওয়া।

জয় ফিরতে মরিয়া পঞ্জাব কিংস-
প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে পঞ্জাব কিংসকে। নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের অধীনে মরসুমের শুরটা ভালো হলেও, ধারবাহিকতার অভাবে ভুগছে কোচ অনিল কুম্বলের দল। ব্যাটিং লাইনে স্বয়ং অধিনায়ক রানের মধ্যে নেই। শিখর ধওয়ান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা রানের মধ্যে রয়েছেন। জনি বেয়ারস্টোও রানে ফিরতে মরিয়া। তবে ব্যাটিংয়ের থেকেও বেশি চিন্তা পঞ্জাব টিম ম্যানেজমেন্টের বোলিং লাইনআপ নিয়ে। মুম্বইয়ের বিরুদ্ধে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভবব অরোরা, অর্শদীপ সিংরা। সব মিলিয়ে মুম্বইযের বিরুদ্ধে জয়ে ফিরতে বদ্ধপরিকর পঞ্জাবব কিংস।

পিচ রিপোর্ট-
বুধবার পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। এখানকার পিচও লাল মাটির। ব্যাটসম্য়ানরা সাহায্য পাওয়ার পাশাপাশি এই মাঠে স্পিনাররাও বাড়তি সাহায্য পেয়ে থাকে। রাতের দিকে কুয়াশার সমস্যাটিও মাথায় রাখতে হবে দুই দলকে। তবে হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা বেশি।

ম্য়াচ প্রেডিকশন-
পঞ্জাব বনাম মুম্বই দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে এবার আইপিএলে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সার্বিক শক্তির তুলনা করলে মুম্বইয়ের থেকে কিছুটা এগিয়ে রয়েছে পঞ্জাব কিংস। টস গুরুত্বপূর্ণ বিষয় হলেও, আজকের ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধওয়ানদের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃটোনড ফিগারে মলদ্বীপে উষ্ণতা বাড়াচ্ছে রাই সুন্দরী, কাকে ভালোবাসার বার্তা দিলেন ধোনির 'প্রাক্তন প্রেমিকা'

আরও পড়ুনঃবিকিনিতে ভেজা শরীর, নেশায় বুদ নেট দুনিয়া, কার সঙ্গে পুলে সময় কাটাচ্ছেন হার্দিকের বউ