সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস (MI vs PBKS)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৯৮ রান করল মায়াঙ্ক আগরওয়ালের দল। রোহিত শর্মার দলের টার্গেট ১৯৯। 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করল পঞ্জাব কিংস (Mumbai Indians vs Punjab Kings)। প্রথমে শিখর ধওয়ান ও মায়াঙ্ক আগরওয়াল, পরে জিতেশ শর্মা ও শাহরুখ খান মিলে দলের স্কোর দুশো রানের দোরগোডয়  নিয়ে যান। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮  রান করে পঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৭০ রান করেন শিখর ধওয়ান।  এছাড়া ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। এছাড়া ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিতেশ শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বাসিল থাম্পি। এছাড়া একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট ও মুরগান অশ্বিন।   

 

 

এদিন  টস হারলেও ব্যাটিংয়ের শুরুটা অনবদ্য করেন পঞ্জাব কিংসের দুই ওপেনার পঞ্জাব কিংস মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধওয়ান। প্রথম থেকেই একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন দুই তারকা। এদিন পঞ্জাব কিংসের অধিনায় রানে ফেরায় স্বস্তি ফেরে সমর্থকদের। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করার পর রানের গতিবেগ আরও বাড়ান মায়াঙ্ক ও ধওয়ান জুটি। নিজের অর্ধশতরান পূরণ করেন পঞ্জাব অধিনায়ক। শেষ পর্যন্ত দশম ওভারে দলের ৯৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে পঞ্জাবের। ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে মুরগান অশ্বিনের বলে আউট মায়াঙ্ক আগরওয়াল। যদিও এরপর ক্রিজে এসে বেশি সময় কাটাতে পারেননি জনি বেয়ারস্টো। ১২ রান করে জয়দেব উনাদকাটের বলে আউট হন তিনি। ১২৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে পঞ্জাবের। লিয়াম লিভিংস্টোনও মাত্র ২ রান করে প্যাভেলিয়নে ফেরত যান। জসপ্রীত বুমরার শিকার হন তিনি। ১৩০ রানে তৃতীয় উইকেট পড়ে পঞ্জাবের। 

 

 

পরপর তিন উইকেট পড়লেও অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান শিখর ধওয়ান। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ১৫১ রানে চতুর্থ উইকেট পড়ে পঞ্জাব কিংসের। ব্যক্তিগত ৭০ রান করে বাসিল থাম্পির বলে আউট হন শিখর ধওয়ানি। পরপর উইকেট হারালেও রানের গতিবেগ খুব একটা কমেনি। এরপর  শেষের দিকে জিতেশ শর্মা ও শাহরুখ খান মারকাটারি ব্য়াটিং করেন। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন জিতেশ শর্মা ও শাহরুখ খান। ৪৬ রানের পার্টনারশিপ করেন তারা। শেষ ওভারে থাম্পির বলে আউট হন শাহরুখ খান। ৬ বলে ১৫  রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। ২০ ওভারে ১৯৮ রান করে পঞ্জাব কিংস। মরসুমের প্রথম জয় পেতে মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৯৯।