সংক্ষিপ্ত
এবার নতুন ভূমিকায় এমএস ধোনি (MS Dhoni)। পৌরানিক কাহিনিতে সুপার হিরোর (Super Hero)চরিত্রে ধরা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain)। গ্রাফিকাল নোভেল (Graphical Novel) 'অথর্ব'-এর মুখ্য় চরিত্রে এমএসডি। ফার্স্ট লুক শেয়ার করতেই ভাইরাল।
আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানিয়েছিলেন ২০২০ সালে। ২০২২ আইপিএল (IPL 2022) -ই হয়তো তার কেরিয়ারের শেষ আইপিএল। ক্রিকেটের দুনিয়ার বাইরে এবার নতুন জগতে পা রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। এবার বিনোদন দুনিয়ায় (Entertainment World) অভিষেক হল এমএসডি (MSD)-র। ২২ গজে একাধিকবার সুপার হিরোর (Super Hero)মতো প্রতিপক্ষের বোলারদের 'সংহার' করেছেন ধোনি। এবার সত্যিকারের সুপার হিরোর ভুমিকায় ধরা দিলেন মাহি। যার প্রথম ঝলকই তুফান তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে একটি গ্রাফিকাল নোভেল (Graphical Novel)। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই গ্রাফিকাল নোভেলের প্রোমো শেয়ার করেছেন মাহি। যার নাম 'অথর্ব' (Atharva)। গ্রাফিকাল নোভেলের প্রধান চরিত্রে ব্যবহার করা হয়েছে ধোনির মুখ।
পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এই গ্রাফিকাল নোভেল। ওয়েব সিরিজ আকাশে প্রকাশ পাবে এই নোভেল। ধোনির শেয়ার করা প্রোমোতে দেখা যাচ্ছে পৌরাণিক কালের রাজার ভূমিকায় ধোনি। যিনি দৈত্য-দানবদের সঙ্গে লড়াই করে তাদের সংহার করছেন। ধোনির ফার্স্টলুক সকলকে অবাক করেছে। ধোনির লুক যে কোনও বলিউড হিরোকে চাপে ফেলে দেওয়ার মত। জানা গিয়েছে, রমেশ তামিলমানির রচনায় এই ওয়েব সিরিজ হচ্ছে। যার দায়িত্বে থাকছে ধোনি এন্টারটেনমেন্ট। এবং, ধোনির এই নতুন ভূমিকায় পর্দার আড়ালে প্রধান পরিচালক তাঁর স্ত্রী সাক্ষী। ধোনির স্ত্রী সাক্ষী ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর। ধোনি নিজে ভিডিও শেয়ার করে লিখেছেন, 'নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।'
প্রসঙ্গত, গ্রাফিক নোভেল হল কতগগুলি ছবির মাধ্যনে কোনও একটা ঘটনাকে তুলে ধরা। তবে 'অর্থব'-কে আধুনিক যুগের গ্রাফিকাল নোভেল বলা হচ্ছে চার কারনষ শুধু ছবি নয়, আধুনিক গ্রাফিক্স ও মোশনের ব্যবহার করা হয়েছে এই নোভেলে। গ্রাফিক শিল্পীদের একটি দল অথর্ব-এর একটি ম্যাজিকাল জগৎ তৈরি করতে কয়েক বছর সময় নিয়েছেন। উপন্যাসটিতে ১৫০ টিরও বেশি চিত্র রয়েছে। এই প্রসঙ্গে সাক্ষী বলেছেন,'পৌরাণিক ঘটনার উপরে তৈরি এই কাহিনি। এক রহস্যময়ের যাত্রাকাহিনির বর্ণনা যেখানে রয়েছে। জগতসংসারের নানা দিক তুলে ধরা যেতে পারে এই সিরিজের মাধ্যমে। ফিল্মের চেয়ে ওয়েব সিরিজই সঠিক মঞ্চ হবে বলে আমাদের মনে হয়েছে।' ধোনির ভিডিও শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে উঠেছে। সেই নোভেল দেখার অপেক্ষায় সকলেই।