Asianet News BanglaAsianet News Bangla

টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত ধোনির, দেখুন দুই দলের প্রথম একাদশ

  • অবশেষে প্রতীক্ষার অবসান
  • শুরু হল আইপিএল ২০২০
  • প্রথমে টস জিতল এমএস ধোনি
  • ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের
     
Ms Dhoni won the toss and decided to bowl first in first match of IPL 2020
Author
Kolkata, First Published Sep 19, 2020, 7:31 PM IST

অবশেষে প্রতীক্ষার অবসান। আইপিএল  ২০২০-তে প্রথম ম্যাচে টস হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পিচে শুরুর দিকে বোলারদের জন্য কিছু সুবিধা থাকতে পারে। সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানান ধোনি। পরে ব্য়াটিংয়ের সময় শিশির সুবিধাও নিতে চান ধোনি। একইসঙ্গে টস নিয়ে খুব একটা চিন্তিত নন রোহিত শর্মা। তার দল পুরোপুরি তৈরি বলে জানান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

দুই দলই প্রথম একাদশে বেশ কিছু চমক রেখেছে।  মু্ম্বই দলে রয়েছেন কুইন্ট্যন ডি কক,রোহিত শর্মা,সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি,হার্দিক পান্ডিয়া,কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জসপ্রাীতবুমরা, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, রাহুল চাহার।

Ms Dhoni won the toss and decided to bowl first in first match of IPL 2020

চেন্নাই সুপার কিংস দলে রয়েছে , এমএস ধোনি, শেন ওয়াটসন , অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসি, কেদার যাদব ,মুরলি বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, পীযুষ চাওলা।

Ms Dhoni won the toss and decided to bowl first in first match of IPL 2020

Follow Us:
Download App:
  • android
  • ios