সংক্ষিপ্ত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "গোটা টুর্নামেন্টেই তাঁদের পারফর্ম্যান্স খুব ভালো ছিল। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ এবং সক্ষম হাতেই রয়েছে।"

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) ট্রফি পঞ্চবার ছিনিয়ে নিল ভারত। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে জয় ধরে রাখে টিম ইন্ডিয়া (Team India)। আর এই জয়ের পরই সোশ্যাল মিডিয়া (Social Media) ভরে যায় শুভেচ্ছা বার্তায়। তবে গোটা ম্যাচেই নজর কেড়ে নিয়েছিলেন রাজ বাওয়া (Raj Bawa)। এই ম্যাচের সেরা হয়েছেন তিনি। এই ম্যাচে প্রকৃত অলরাউন্ডারের দায়িত্ব পালন করেন তিনি। বল হাতে ৩১ রানে ৫ উইকেট আর ব্যাট হাতে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন। জয়ের পরই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান বিভিন্ন প্রান্তের মানুষ। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "গোটা টুর্নামেন্টেই তাঁদের পারফর্ম্যান্স খুব ভালো ছিল। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ এবং সক্ষম হাতেই রয়েছে।"

 

 

২০০০ সালে প্রথমবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ (Trophy) নিজেদের ঘরে তুলেছিল ভারত। তারপর ২০০৮, ২০১২, ২০১৮ ও এবার ফের একবার সেই ট্রফি ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (Team India)। অন্যদিকে, ইংল্যান্ড (England) এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পায়। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছেড়ে ছিল তারা। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। আর লড়াকু মনোভাবের কারণেই পঞ্চবার ট্রফি ঘরে তুলল ভারত।