সংক্ষিপ্ত

  • ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
  • চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল
  • এবার চোটের কবলে জাদেজা ও পন্থ
  • সিরিজ থেকে অনিশ্চিৎ রবীন্দ্র জাদেজা
     

ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব দলের প্রথম সারির তিন পেস বোলার আগেই চোটের কারণে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে। সিডনিতে চোট পেয়ে উইকেট কিপিং করতে পারেননি ঋষভ পন্থ। এবার চোটের কবলে ভাকতীয় দলের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা। যার কারণে শুধু সিডনি টেস্টই নয়, চতুর্থ টেস্ট ম্যাচেও অনিশ্চিৎ জাড্ডুর খেলা। এমনিতেই সিডনি টেস্টে ব্যাটিং ব্যর্থতার জেরে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তারউপর জাদেজার অনিশ্চিয়তা ভারতীয় দলের সমস্যা আরও বাড়লো।

সিডনি টেস্টে ভারতীয় ব্যাটিং চলাকালীন ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাডেজার বাঁ হাতের গ্লাভসে লাগে। তারপরই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় জাড্ডুকে। মাঠে দলের ফিজিও নেমে  প্রাথমিক চিকিৎসার পর ব্য়াটিং করেন। কিন্তু দল অলআউট হওয়ার পর আর ফিল্ডিং বা বোলিং করতে নামতে পারেননি জাদেজা। স্ক্যান করা হয়েছে চোট লাগা আঙুলে। ভারতীয় দলের তরফ থেকে কিছু জানানো না হলেও,শোনা যাচ্ছে জাদেজার বুড়ো আঙুলের হাড় সরেছে । আঙুল ভাঙার সম্ভাবনাও রয়েছে। ফলে সিরিজেও জাদেজার খেলা অনিশ্চিৎ হয়ে পড়েছে।

জাদেজা ভারতীয় দলের চিন্তা বাড়ালেও, কিছুটা স্বস্তি দিয়েছেন পন্থ।  ব্যাটিংয়ের সময় কামিন্সের বল পন্থের কুবুইতে গিয়ে লাগে। ফিজিও চিকিৎসার পর ব্যাট করলেও, যন্ত্রণায় ছিলেন পন্থ। বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি। আউট হয়ে যান। তবে স্ক্যান রিপোর্টে পন্থের চিড় ধরা পড়েনি। যন্ত্রণায় থাকলেও প্রয়োজনে শেষ ইনিংসে ভারতের হয়ে ব্যাট করতে নামতে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে কিপিং করার কোনও সম্ভাবনা নেই। আপাতত কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ঋদ্ধমান সাহা।