গায়ানায় ভারত বনাম ওয়েস্টইন্ডিজ প্রথম ওডিআই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ম্যাচের আগেও বৃষ্টিতে অনুশীলন করতে পারল না ভারত দলের সদস্যরা বাধ্য হলেন ইন্ডোর ট্রেনিং করতে আর পন্থ ও কুলদীপ হোটেলের করিডোরকেই বানালেন ২২ গজ

গায়ানায় ভারত বনাম ওয়েস্টইন্ডিজ প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। পরের ম্য়াচ কুইন্স পার্ক ওভালে। সেই ম্যাচেও বৃষ্টি বাধ সাধতে পারেষ। অন্তত ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলন দেখে সেই রকমই ইঙ্গিত মিলল। বরুণদেবের দাপটে মাঠে নেমে অনুশীলন করতেই পারলেন না ভারতীয় দলের সদস্যরা। বাধ্য হলেন ইন্ডোর ট্রেনিং করতে।

তবে অনুশীলনের জন্য সবচেয়ে অভিনব জায়গা বাছলেন ঋষভ পন্থ ও কুলদীপ যাদব। ইনস্টাগ্রামে পন্থ সেই অনুশীলনের একটি ভিডিও পোস্ট করলেন। তাতে দেখা যাচ্ছে, টিম হোটেলের করিডোরকেই তাঁরা ২২ গজ বানিয়ে নিয়েছেন। কুলদীপ বাঁহাতি স্পিন বল করছেন, আর পন্থ ব্যাট হাতে নয়, কিপিং গ্লাভস পড়ে সেই বল তালুবন্দী করছেন।

View post on Instagram

এর আগে ভারতীয় বোর্ডও একটি ভিডিও পোস্ট করেছে। তাতে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাচ্ছে একই হাতে ব্যাট ও ছাতা ধরে ইন্ডোরে অনুশীলনের দিকে ছুটে যেতে। তবে ম্যাচের সময় বৃষ্টি হবে না বলেই আশা করছে ভারতীয় দল।