সংক্ষিপ্ত

আজ থেকে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্লড সিরিজের (Road Safety World Sereis 2022) দ্বিতীয় মরসুম। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া  লেজেন্ডস (India Legends) ও দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস (South Africa Legends)। সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)২২ গজে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

মাঝে শুধু কয়েক দিনের তফাৎ।  কার্যত একই সময়ে ভারতে আয়োজিত হচ্ছে বিশ্ব ক্রিকটের প্রাক্তন তারকা ক্রিকেটারদের নিয়ে দুটি প্রতিযোগিতা। একদিকে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট। অপরদিকে, ১০ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্লড সিরিজ। বিশ্বজুড়ে পথ সচেতনতা বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করে ভারত সরকারের সড়ক পরিবহণ মন্ত্রক। এটি রোড সেফটি সিরিজের দ্বিতীয় সংস্করণ। করোনার আগে এই টুর্নামেন্টের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে আর এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ দিন ধরে চলবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। গ্রুপ পর্বের খেলা হবে মোট তিনটি মাঠে। উদ্বোধনী ম্যাচ হবে কানপুরে। বাকি দু’টি মাঠ হল ইনদওর ও দেহরাদূন। দু’টি সেমিফাইনাল হবে রায়পুরে। ১ অক্টোবর সেই মাঠেই হবে ফাইনাল।

প্রতিযোগিতায় মোট  ৮টি দল অংশ নিচ্ছে। ভারত ছাড়া দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কিংবদন্তিরা ফের একবার মাঠে নামবেন দেশের হয়ে। ৮ দলের এই টি-২০ টুর্নামেন্টে প্রতিটি দল ৫টি করে লিগ ম্যাচ খেলবে। ভারতীয় দলে অধিনায়কত্ব করবেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর।  প্রথম বছরেও দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন  সচিন। কালার্স সিনেপ্লেক্স, কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস, স্পোর্টস ১৮ খেল, জিও টিভি ও ভুট (Voot) অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। ফের একবার সচিন তেন্ডুলকরকে ২২ গজে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর সম্পূর্ণ সূচি-

তারিখ                  বার                                ম্যাচ                                                                               স্টেডিয়াম                             সময়
১০ সেপ্টেম্বর     শনিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস                   গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর        সন্ধ্যা ৭.৩০
১১ সেপ্টেম্বর      রবিবার    বাংলাদেশ লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস               গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর         দুপুর ৩.৩০
১১ সেপ্টেম্বর      রবিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম অস্ট্রেলিয়া লেজেন্ডস                       গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর          সন্ধ্যা ৭.৩০
১২ সেপ্টেম্বর    সোমবার    নিউজিল্যান্ড লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস        গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর         সন্ধ্যা ৭.৩০
১৩ সেপ্টেম্বর    মঙ্গলবার   ইংল্যান্ড লেজেন্ডস বনাম শ্রীলঙ্কা লেজেন্ডস                          গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর          সন্ধ্যা ৭.৩০
১৪ সেপ্টেম্বর    বুধবার       ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস                গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর           সন্ধ্যা ৭.৩০
১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বাংলাদেশ লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস               গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর        সন্ধ্যা ৭.৩০
১৭ সেপ্টেম্বর    শনিবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস               হোলকার স্টেডিয়াম, ইন্দোর             দুপুর ৩.৩০
১৭ সেপ্টেম্বর    শনিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস                হোলকার স্টেডিয়াম, ইন্দোর           সন্ধ্যা ৭.৩০
১৮ সেপ্টেম্বর    রবিবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস                    হোলকার স্টেডিয়াম, ইন্দোর          দুপুর ৩.৩০
১৮ সেপ্টেম্বর    রবিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস                     হোলকার স্টেডিয়াম, ইন্দোর            সন্ধ্যা ৭.৩০
১৯ সেপ্টেম্বর    সোমবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস              হোলকার স্টেডিয়াম, ইন্দোর           সন্ধ্যা ৭.৩০
২১ সেপ্টেম্বর    বুধবার      ইন্ডিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস                        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন       সন্ধ্যা ৭.৩০
২২ সেপ্টেম্বর  বৃহস্পতিবার   ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস       রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন    সন্ধ্যা ৭.৩০
২৩ সেপ্টেম্বর    শুক্রবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস         রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন      সন্ধ্যা ৭.৩০
২৪ সেপ্টেম্বর    শনিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডস                        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন         সন্ধ্যা ৭.৩০
২৫ সেপ্টেম্বর    রবিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস                রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন           দুপুর ৩.৩০
২৫ সেপ্টেম্বর    রবিবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন            সন্ধ্যা ৭.৩০
২৭ সেপ্টেম্বর    মঙ্গলবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস               বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর               দুপুর ৩.৩০
২৭ সেপ্টেম্বর    মঙ্গলবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম অস্ট্রেলিয়া লেজেন্ডস           বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                 সন্ধ্যা ৭.৩০
২৮ সেপ্টেম্বর    বুধবার             সেমিফাইনা-১                                                     বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                   সন্ধ্যা ৭.৩০
২৯ সেপ্টেম্বর    বৃহস্পতিবার    সেমিফাইনা-২                                                      বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                  সন্ধ্যা ৭.৩০
১ অক্টোবর        শনিবার    ফাইনাল                                                                      বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                 সন্ধ্যা ৭.৩০