সংক্ষিপ্ত

  • এবার করোনা যুদ্ধে সামিল হলেন ক্রিকেটার রোহিত শর্মা
  • ৮০ লক্ষ টাকার অনুদান দিলেন বিরাট কোহলির ডেপুটি
  • রোহিত ৪৫ লক্ষ টাকা দিলেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে 
  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিলেন ২৫ লক্ষ টাকা
     

যত দিন এগোচ্ছে ততই দ্রুত হারে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি মোকবিলায় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সমাজের  বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এবার করোনা যুদ্ধে সামিল হলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রোহিত শর্মা। ২২ গজে ব্যাটে হাতে যেভবে প্রতিপক্ষের বোলারদের শাসন করেন রোহিত ঠিক সেইভাবেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে একাই ৮০ লক্ষ টাকা দিলেন ভারতীয় একদিনের দলের বিরাাট কোহলির ডেপুটি। রোহিত শর্মাই এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টাকা অনুদান দিলেন।

আরও পড়ুনঃকরোনার কঠিন পরিস্থিতিতে এগিয়ে এলেন পাহাড়ি বিছে, শ্রমিকদের জন্য খুলে দিলেন বাড়ির দরজা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় এবার এক কোটি টাকা দিলেন বক্সার মেরি কম

এর আগে একাধিকবার করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের এই হাতি ব্যাটসম্যান। মঙ্গলবার নিজের টুইটারে করোনা মোকাবিলায় অর্থ সাহায্যের কথা নিজেই জানান রোহিত শর্মা। দুই ভাগে ৮০ লক্ষ টাকা দেবেন তাও পরিষ্কার করেন মুম্বইকার। প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দেবেন ৪৫ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রোহিত৷ এছাড়াও দেশের ক্ষুধার্তদের জন্য ৫ লক্ষ টাকা এবং ওয়েলফেয়ার স্ট্রে ডগসদের জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানান ‘হিটম্যান’৷

 

 

সোমবারই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি৷ তবে ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট ম্যান’ ও ‘ফার্স্ট লেডি’ করোনা মোকাবিলায় ঠিক কত টাকা দান করেছেন তা বলেননি৷ ৫০ লক্ষ টাকা করে দিয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫২ লক্ষ টাকা দিয়েছেন সুরেশ রায়না। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক গৌতম গম্ভীরও দান করেছেন ৫০ লক্ষ টাকা। এছাড়াও সাহায্যের হাত বাাড়িয়েছেন শিখর ধওয়ান সহ একাধিক ক্রিকেটার। তবে ক্রিকেটার মধ্যে ৮০ লক্ষ টাাকা দিয়ে সেই তালিকায় শীর্ষে রইলেন ভারতীয় দলের হিট ম্যান।

আরও পড়ুনঃঘোষিত হল অলিম্পিকের নতুন সময়সূচি, শুরু পরের বছর ২৩ জুলাই, শেষ ৮ অগাস্ট