সংক্ষিপ্ত
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। কিন্তু তার আগে বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড দল। চোটের কারণে ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড।
বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত বনা ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে লিড নিতে মরিয়া বিরাট কোহলি ও জো রুটের দল কিন্তু ক্রিকেটের মক্কায় মেগা ফাইট শুরু হওয়ার আগে চোট সমস্যায় জর্জরিত ভারত ও ইংল্যান্ড দল। বিরাট কোহলির দলে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর। এবার জোর ধাক্কা খেল ইংল্যান্ড দলও। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড।
লর্ডসে দ্বিতীয় টেস্টের অনুশীলন চলাকালীন চোট পান ইংল্যান্ডের তারকা পেসার। ডান পায়ের কাফ মাসেসে চোট পান ব্রড। স্ক্যানও করা হয় তার। জানা যায় কাফ মাসেলে টিয়ার হয়েছে তার। যেই কারণে শুধু দ্বিতীয় টেস্টি নয়, পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড। র ইংল্যান্ড এন্ড ক্রিকেট ওয়েলস বোর্ড তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘অনুশীলনে চোট পাওয়ার পর বুধবার লন্ডনে ব্রডের এমআরআই স্ক্যান করা হয়েছে। যা থেকে জানা গিয়েছে, ওর টিয়ার হয়েছে। যেই কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রড’।
শুধু স্টুয়ার্ট ব্রড নয়, জেমস অ্যান্ডারসনেরও ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। তবে তিনি দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা, সেবিষয়ে কিছু জানানো হয়নি। ব্রডের বদলে দ্বিতীয় টেস্টে মার্ক উডের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। যদি শেষ পর্যন্ত জেমস অ্যান্ডারসনও খেলতে না পারেন তাহলে লর্ডসে অভিষেক হতে পারে শাকিব মাহমুদের।