সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) মেগা ফাইট। সুপার সানডে তে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজকের ম্যাচ ডু অর ডাই ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দলের কাছে। অপরদিকে সম্মানরক্ষার লড়াই কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। ম্য়াচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।
 

আজ সুপার সানডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল।  বর্তমানে ১২ ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কেকেআর (KKR)। প্লে অফে যেতে হলে আজকের ম্য়াচ জিততেই হবে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) দলকে। অপরদিকে, ২০২১ আইপিএলে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়েছে কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের কাছে। বাকি প্রতিযোগিতা তাদের কাছে সম্মান রক্ষার।

 

 

গুরুত্বপূর্ণ ম্য়াচে টসভাগ্য সাথ দেয়নি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানের। দুবাইতে টস জিতেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধন্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক। আজকের ম্য়াচে দুই দলই একটি করে পরিবর্তন করেছেন। কলকাতা নাইট রাইডার্স দলে টিম সেইফার্টের বদলে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদ দলে সন্দীপ শর্মার বদলে সুযোগ পেয়েছেন উমরান মালিক।

 

 

আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে রয়েছেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), প্রিয়ম গর্গ ,অভিষেক শর্মা। দলে অলরাউন্ডারের ভূমিকায় আবদুল সামাদ ও জেসন হোল্ডার। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, উমরান মালিক, সিদ্ধার্থ কল। অপরদিকে কেকেআরের ব্যাটিং লাইনআপে রয়েছেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। এছাড়া দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন শাকিব আল হাসান। বোলিং লাইনআপে রয়েছেন টিম সাউদি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

YouTube video player