আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচ। ম্যাচের আগে নিজামের শহরের দলে করোনার থাবা। অপরদিকে আত্মবিশ্বাসী ভরপুর দিল্লি। ম্যাচ জিততে মরিয়া দুই দল 

ম্য়াচের আগে সকালে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলে থাবা বসিয়েছে কোভিড ১৯ (Covid 19) । আক্রান্ত হয়েছেন তারকা পেসার টি নটরাজন (T Natarajan)। আইসোলেশনে অরেঞ্জ আর্মির আরও ৬ সদস্য। কিন্তু বাকিদের ফল নেগেটিভ হওয়ায় ম্যাচ হওয়ায় কোনও সমস্যা হয়নি। ফলে একদিকে পয়েন্ট টেবিলের একেবারে নীচে থাকা তারউপর মরুদেশে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করার আগেই দলে করোনার থাবা। ফলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। 

Scroll to load tweet…

এই কঠিন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটলসের (Delhi Capitals) বিরুদ্ধে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে হচ্ছে এই ম্য়াচ। প্লে অফের টিকিট পাকা করতে হলে ঋষভ পন্থের দলের দরকার দুটি জয়। অপরদিকে, শেষ চারের আশা জিইয়ে রাখতে গেলে কেন উইলিয়ামসনের দলের কাছে বাকি সাতটি ম্যাচই ডু অর ডাই। আজকের ম্য়াচে টস ভাগ্য সাথ দেয় সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক কেনন উইলিয়ামসন।

Scroll to load tweet…

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনীশ পাণ্ডে, কেনন উইলিয়ামসন, কেদার যাদব। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন জেসন হোল্ডার ও আবদুল সামাদ। বোলিং লাইনআপে রয়েছেন রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ। অপরদিকে, দিল্লি ক্যাপিটালস দলের ব্যাটিং লাইে রয়েছেন শিখর ধওয়ান, পৃথ্বি শ, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন অক্ষক্ষর প্যাটেল। বোলিং লাইনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, আনরিখ নকিয়া।

YouTube video player