11:14 PM (IST) Nov 11
হিরো থেকে জিরো শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি এক ওভারে এল ২২ রান। পরপর তিনটি ছয় মেরে খেলা শেষ করেলন ম্য়াথু ওয়েড। এক ওভার বাকি থাকতেই  ৫ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।

View post on Instagram
 
11:03 PM (IST) Nov 11
ঝোড়ো ব্য়াটিং স্টয়নিস ও ওয়েডের

হাসান আলির ওভারে এল ১৫ রান। ২ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২২ রান। 

10:58 PM (IST) Nov 11
১৭ ওভার ১৪০ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শেষ ভরসা স্টয়নিস। ৩ ওভারে দরকার ৩৭।

10:46 PM (IST) Nov 11
১৫ ওভার শেষে ১১৫ অস্ট্রেলিয়া

১৫ ওভার শেষ অস্ট্রেলিয় ১১৫। ৩০ বলে ৬২ রান দরকার।

10:40 PM (IST) Nov 11
১৪ ওভার শেষে ১০৯ অস্ট্রেলিয়া।

স্টয়নিস ও ওয়েড লড়াই চালাচ্ছেন। ১৪ ওভার  শেষে ৫ উইকেটে ১০৯ অস্ট্রেলিয়া। ৩৬ বলে দরকার ৬৮ রান।

10:31 PM (IST) Nov 11
আউট ম্যাক্সওয়েল

৭ রান করে শাদাব খানের চতুর্থ শিকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল।

View post on Instagram
 
10:30 PM (IST) Nov 11
১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯৫

চাপের মধ্য়ে ব্য়াট করছেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৯৫।

10:22 PM (IST) Nov 11
বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, আউট ডেভিড ওয়ার্নার

বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলের। ৪৯ রান করে শাদাব খানের তৃতীয় শিকার হলেন অজি তারকা। ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

10:18 PM (IST) Nov 11
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৯

একাই লড়াই করে .যাচ্ছেন ওয়ার্নার। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৮৯।

10:10 PM (IST) Nov 11
আউট স্টিভ স্মিথ

৫ রান করে শাদাব খানের বলে আউট স্টিভ স্মিথ। ৭৭ রানে ৩  উইকেট।

View post on Instagram
 
10:09 PM (IST) Nov 11
অনবদ্য ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার

দুরন্ত ব্যাটিংকরছেন ওয়ার্নার। ৮ ওভার শেষে অজিরা ২ উইকেটে  ৭০।

09:59 PM (IST) Nov 11
আউট মিচেল মার্শ

২৮ রান করে শাদাব খানের বলে আউট হলেন মিচেল মার্শ।

09:58 PM (IST) Nov 11
পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ৫২

৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫২ রানে ১ উইকেট। অর্ধশতরানের পার্টনারশিপ গড়ল ওয়ার্নার ও মার্শ জুটি।

09:53 PM (IST) Nov 11
মেজাজে ব্য়াট করছেন মিচেল মার্শও

হ্যারিস রউফের বলে পঞ্চম ওভারে ১৪ রান। একটি ছয় ও একটি চার মারলেন  মিচেল মার্শ। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪৪।

09:47 PM (IST) Nov 11
চতুর্থ ওভারে মারকাটারি ব্যাটিং ওয়ার্নারের

ইমাদ ওয়াসিমকে চতুর্থ ওভারে দুটি চার ও একটি ছয়মারলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ৪ ওভারে ৩০। 

View post on Instagram
 
09:38 PM (IST) Nov 11
দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ৬

দ্বিতীয়া ওভারে সাবধানী ব্য়াটিং অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন ওয়ার্নার ও মিচেল মার্শ। দ্বিতীয় ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬।

09:33 PM (IST) Nov 11
প্রথম ওভার শেষে ১ রানে ১ উইকেট

প্রথম ওভারেই চাপে অস্ট্রেলিয়া। আউট ফিঞ্চ। উইকেট শিকীরা শাহিন আফ্রিদি। অস্ট্রেলিয়া ১ রানে ১ উইকেট।

09:30 PM (IST) Nov 11
প্রথম ওভারেই আউট ফিঞ্চ

খাতা না খুলেই প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে আউট অ্যারন ফিঞ্চ।

09:19 PM (IST) Nov 11
দুরন্ত পাকিস্তান দিল ১৭৭ রানের লক্ষ্যমাত্রা

বিশেষজ্ঢরা বলেছিলেন পাকিস্তানকে ১৬০ করতে হবে। পাকিস্তান শেষ করল ১৭৬/৪ স্কোরে। ৩২ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন তিনি। হাফিজ ১ বলে ১ করে অপরাজিত থাকলেন। শেষ দিকে চেপে ধরেছিলেন অজি বোলাররা। ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন কামিন্স। আউট হন আসিফ আলি। শেষ ওভারের প্রথম তিন বলেও ১টি উইকেট পড়েছিল রান উঠেছিল ২। তবে শেষ তিন বলে ২ টি ছয়-সহ ১৩ রান নিলেন জামান। 

09:15 PM (IST) Nov 11
অর্ধশতরান জামানের

পরপর দুই বলে দুটি ছয় মেরে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ফখর জামান। মারলেন ৩ টি চার এবং ৪ টি ছয়।

Read more Articles on