সংক্ষিপ্ত

আজ টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) -এ মুখোমুখি  অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (Australia vs West  Indies)। শেষ চারে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে অ্যারন ফিঞ্চের (Aaron Finch)দলের। অপরদিকে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও শেষ ম্যাতে জয় পাওয়াই লক্ষ্য কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলের।  ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া।
 

টি ২০ বিশ্বকাপ ২০২১-(T20 World Cup 2021) এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওয়েস্টি ইন্ডিজ (Australia vs West  Indies)। সেমি ফাইনালে (Semi Final)ওঠার আরও প্রবল দাবিদার হতে হলে আজকের ম্য়াচ জিততেই হবে অ্যারন ফিঞ্চের (Aaron Finch)দলের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচের দিকে। তাই আজকের ম্য়াচে রান রেটও গুরুত্বপূর্ণ হতে চলছে ব্য়াগি গ্রিণদের কাছে। অপরদিকে, টি২০ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ওয়েস্টইন্ডিজ। তবে আজকের ম্য়াচ জিতে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করাই লক্ষ্য কায়রন পোলার্ডের (Kieron Pollard)দলের। একইসঙ্গে আজকের ম্য়াচের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে ক্যারেবিয়ান তারকা ডোয়েইন ব্রাভো। তাই সতীর্থ  জয়ের সাথে বিদায় জানানোই লক্ষ্য সতীর্থদের। তবে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

টি২০ বিশ্বকাপের প্রথম থেকেই টস খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দিয়েছে। কারণ অপেক্ষাকৃত মন্থর ও স্পিন সহায়ক উইকেটে টস জিতে সব দলই  প্রথমে  ফিল্ডিং নেওয়ার  সিদ্ধান্তকে রীতিমত অভ্যাসে পরিণত করে ফেলেছে। একইসঙ্গে আজকের ম্য়াচে যেখানে রানরেটের বিষয়ও রয়েছে তাই টস জয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় অস্ট্রেলিয়ার কাছে। আর বড় ম্যাচে টস ভাগ্য সাথ দেয় অ্যারন  ফিঞ্চের দলের। টস জিতে  ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ  জানান অজি অধিনায়ক। কম রানের মধ্যে প্রচিপক্ষকে আটকে রেখে কত ওভারের মধ্যে শেষ করতে পারলে রানরেট অনেকটাই বাড়বে সেই হিসেব দেখে রান চেজ করতে এমন সিদ্ধান্ত অ্যারন ফিঞ্চের। অপরদিকে, বড় টার্গেট সেট করে বিপক্ষতে চাপে রাখাই লক্ষ্য ক্যারেবিয়ানদের।

আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে  ক্রিস গেইল, ইভিন লিউইস, রস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেট রক্ষক), শিমরন  হেটমায়ার। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন কায়রন পোলার্ড,  আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার। বোলিং  লাইনআপে রয়েছেন আকিল হোসেন, হেডেন ওয়ালশ। অপরদিকে, অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ  স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্য়াথিউ ওয়েড (উইকেট রক্ষক), দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, বোলিং লাইনআপে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

YouTube video player