সংক্ষিপ্ত


টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড (England)। দেখে নিন দুই দলের প্রথম একাদশ।

শনিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড (England)। ইয়ন মর্গান (Eoin Morgan) জানালেন, এদিনের পিচে কিছুটা ঘাস আছে। তাকে কাজে লাগাতে চাইছেন। পরপর দুই ম্যাচে দিতে যেভাবে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করেছে, তাতে অধিনায়ক খুশি বলেই জানিয়েছেন।

অন্যদিকে, অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) জানালেন, তিনিও টসে জিতলে আগে বলই করতেন। তবে তা যখন হয়নি, এখন তারা চেষ্টা করবেন স্কোরবোর্ডে বড় রান তুলে, পরে সেটা রক্ষা করার। ওয়ার্নারের ফর্মে ফেরা সম্পর্কে ফিঞ্চ বলেছেন, গত ১০ বছর ধরে ওয়ার্নার খেলছেন। তিনি যে একজন দুর্দান্ত খেলোয়াড়, তা নিয়ে দলের কারোর মনে সন্দেহ ছিল না। 

এদিন ইংল্যান্ড দল তাদের প্রথম একাদশ অপরিবর্তিতই রেখেছে। মর্গান জানিয়েছেন, মার্ক উড এখনও ১০০ শতাংশ সুস্থ নন। তবে অজিরা তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে। মিচ মার্শের জায়গায় দলে এসেছেন অ্যাশটন আগার। 

দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ - 

অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

ইংল্যান্ড - জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ, টাইমাল মিলস।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত ১৮টি টি২০ ম্যাচ খেলা হয়েছে। অজিরা ১০টিতে জিতেছে, ব্রিটিশরা ৮টিতে। গত বছর সাউদাম্পটনে তিন ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ড ২-১ ফলে জয়ী হয়েছিল। টি২০ বিশ্বকাপে দুই দলই একটি করে ম্যাত জিতেছে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। ২০১০ সালে তাদের দ্বিতীয় সাক্ষাতে সেই টি২০ বিশ্বকাপ ফাইনালে অজিদেরই পরাজিত করে তার বদলা নিয়েছিল ইংল্যান্ড।