সংক্ষিপ্ত
১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) -এর মেগা ফাইনাল (Mega Final)। মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। টি২০ ক্রিকেটে (T20 Crricket) প্রথমবার বিশ্ব জয় করাই লক্ষ্য অ্যারন ফিঞ্চ (Aaron Finch) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ (Probable 11) ও মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্য়ান (Head to Head Statistics)।
রবিবার টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর মেগা ফাইনাল (Mega Final)। মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। ২০১৫ একদিনের বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তিও বলা যেতে পারে। সেবার ব্র্যান্ডন ম্যাককালামের দলকে হারিয়ে পঞ্চমবারের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মাইকেল ক্লার্কের দল। তবে ২০১৫ সালে ম্য়াকালাম যেটা পারেননি তা করে দেখাতে মরিয়া কেন উইলিয়ামসনের (Kane Williamson)দল। অপরদিকে ইতিহাসের পুনরাবৃত্তি করাই লক্ষ্য অ্যারন ফিঞ্চের (Aaron Finch) দলের। একদিকে যেমন ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বকাপ এখনও অধরা রয়েছে অস্ট্রেলিয়ার। অপরদিকে সাদা বলের ক্রিকেটে কোনও বিশ্বকাপের জয়ের স্বপ্নই পূরণ হয়নি ব্ল্যাক ক্যাপপসদের। ফলে টি২০ ক্রিকেট (T20 Crricket) বিশ্বকাপ এবার পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন।
মেগা ফাইনাল ম্যাচে দুই দলেই চোট-আঘাত জনিত কোনও সমস্যা নেই। ফলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে চলেছে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক)। ব্য়াটে-বলে অজি দলকে সাহায্য করবেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস। এছাড়া দলের বোলিংঅ্যাটাক সামলাবেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ-
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
অপদিকে নিউজিল্যান্ড দলে কোনও চোটআঘাত জনিত সমস্যা নেই। ফলে দলে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। নিউজিল্যান্ড দলের সম্ভাব্য প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপের ব্য়াটিং লাইনআপে রয়েছেন মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়য়েছেন গ্লেন ফিলিপস, জেমস নিশাম। এছাড়া কিউই দলে বোলিং লাইনআপে রয়েছেন মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-
মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে কিন্তু এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যারমধ্যে ব্য়াগি গ্রিণরা জিতেছে ৯ বার।মাত্র ৪ বার জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। একটি ম্যাচ টাই হয়েছে। পাশাপাশি টি২০ বিশ্বকাপের ইতিহাসে ১ বারই মুখোমুখি হয়েছেঅস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেখানে কিন্তু জয়ের হাসি হেসেছে কিউইরা।
একঝলকে দেখে নিন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
মেগা ফাইনালকে ঘিরে ইতিমধ্যেই উন্মদনা ও উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ফাইনালে কোন দল এগিয়ে থেকে শুরু করবে তা বলা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে। একদিকে যেমন কিউইদের স্পিন অ্যাটাক অজিদের থেকে এগিয়ে,তেমনই ব্য়াটিং গভীরতা নিউজল্যান্ডের থেকে বেশি অজিদের। তবে যেই দল টস জিতববে তাদেরই কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।