সংক্ষিপ্ত

 মা দুর্গাকে মর্তে স্বাগত জানাতে প্রস্তুত জার্মানির এরলাঙ্গেনের প্রবাসী বাঙালিরা। দেশের মাটি থেকে দূরে থাকলেও দুর্গাপুজো বাঙালিকে টানবে না এ যেন অসম্ভব। দেশের পুজোর আনন্দ না পেলেও বিদেশের মাটিতেই মায়ের বোধন করতে প্রস্তুত জার্মানির এরলাঙ্গেনের বাঙালিরা।

ঢাকে কাঠি পড়তে আর মাত্র আট দিন। কাল বাদে পরশুই পিতৃপক্ষ শেষ করে সূচনা হবে দেবীপক্ষের। আকাশে বাতাসে ভাসছে শিউলির গন্ধ আর আগমণীর সুর। সেজে উঠেছে বাংলার গ্রাম থেকে শহর। তবে পুজোর বাদ্যি এবার বাংলার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে সুদূর জার্মানি পর্যন্ত। মা আসার খুশিতে মেতেছেন প্রবাসী বাঙালিরাও। বিদেশের মাটিতেও এবার শোনা যাবে ঢাকের আওয়াজ।

মা দুর্গাকে মর্তে স্বাগত জানাতে প্রস্তুত জার্মানির এরলাঙ্গেনের প্রবাসী বাঙালিরা। দেশের মাটি থেকে দূরে থাকলেও দুর্গাপুজো বাঙালিকে টানবে না এ যেন অসম্ভব। দেশের পুজোর আনন্দ না পেলেও বিদেশের মাটিতেই মায়ের বোধন করতে প্রস্তুত জার্মানির এরলাঙ্গেনের বাঙালিরা। 

আরও পড়ুন - আর্ট কলেজের ব্যস্ততা থেকে নান্দনিকতা-বুড়ো শিবতলা জনকল্যাণ সঙ্ঘের পুজোয় থিমে ইউনেসকোর সম্মান জয় করা শিল্পীরা 

দুর্গাভিলে নামক একটি দলের উদ্যোগে জার্মানিতেও মহা ধুমধামে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। এই মর্মে সকল প্রবাসী বাঙালি ও অবাঙালিদের আমন্ত্রণ জানিয়ে দুর্গাভিলের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে একটি পোস্টও করা হয়েছে। এই পোস্টে পুজো সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে। 

 

আরও পড়ুন - বেহালা ফ্রেন্ডস-এর এবছরের থিম ‘দুর্গাযাপন’, জেনে নিন এর অর্থ কী, কী রয়েছে পুজোর বিশেষত্ব

এই পোস্টে জানানো হয়েছে আগামী ১ অক্টোবর অর্থাৎ ষষ্টি থেকে ৫ অক্টোবর দুর্গাপুজোর অনুষ্ঠান চলবে। মায়ের বোধন থেকে বিসর্জন পর্যন্ত যাবতীয় রীতি মেনে হবে সমস্ত অনুষ্ঠান। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অঞ্জলি সন্ধিপুজোর সময়ও জানানো হয়েছে এই পোস্টে এবং পুজোয় অংশগ্রহণ করতে উৎসাহীদের জন্য থাকছে একটি রেজিস্ট্রেশনের লিঙ্কও। ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, সিঁদুর খেলা সব মিলিয়ে পুরোদস্তুর বাঙালিয়ানায় মেতে উঠবে জার্মানির এরলাঙ্গেন।