সংক্ষিপ্ত

পুজোয় বিশেষ শুভেচ্ছা জানালেন রাজ-শুভশ্রী

ভিডিও শেয়ার করলেন ভক্তদের উদ্দেশ্যে

সকলের নজর কাড়লেন নয়া লুকে

সহযোগিতা, সুরক্ষা ও সচেতনতাতেই কাটুক এবারের পুজো

শারদীয়া উপলক্ষে টলিপাড়ার সকল তারকাই শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। একইভাবে এবার শুভেচ্ছা বার্তা নিয়ে সপ্তমীর দিন হাজির হলেন রাজ-শুভশ্রী। সপ্তমীর লুকে এই জুটি এক কথায় নজর কাড়া। তবে অনবদ্য সাজের পাশা পাশি সকলকে দিলেন এক বার্তাও।

পুজোয় কেবলই আনন্দে কিংবা মজা করে সময় কাটানো নয়। পাশাপাশি মাথায় রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কথাও। সেগুলোই আরও একবার সুন্দভাবে তুলে ধরলেন রাজ শুভশ্রী। মজার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে অনেক সময় হয়তো আমাদের ভাবা হয়ে ওঠে না। তাই পুজোর আমেজ ধরে রাখার জন্যই এবার সচেতনতার কথা স্মরণ করিয়ে দিলেন তাঁরা। 

 

View post on Instagram
 

 

মাথায় রাখতে হবে হেলমেট। যাতে পুজোর সময় কোনও দুর্ঘটনার কবলে না পড়তে হয়। পথঘাট পরিষ্কার রাখতে জানালেন তাঁরা। খাবার খেয়ে যেখানে সেখানে প্যাকেট ফেলে দেওয়া হয়। মণ্ডপে ঢুকে মাথায় রাখতে হবে যাতে পাশের জনের কোনও সমস্যা না হয়। সহযোগিতা, সুরক্ষা ও সচেতনতাতেই কাটুক এবারের পুজো।