গত প্রায় মাস দেড়েক ধরে কর্মী নেতা-নেত্রীদের ভিড়ে গমগম করত হেস্টিংস সরণীতে অবস্থিত বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়টি। রবিবারের ফল প্রকাশের পর থেকেই চারতলা ভবনটির অবস্থা একেবারে ভাঙা কুম্ভমেলার মতো। নেতা-নেত্রীরা যে যার মতো আসছেন, নিজের মতো বেরিয়ে যাচ্চেন। সকলের মনেই একটাই প্রশ্ন, কেন এমন হল? কী ভুল হল, যে ২০০-র বেশি আসনের স্বপ্ন দেখা দলটিকে আটকে যেতে হল ৭৭-এ? বিশ্লেষণ চলছে, আগামী দিনে আরও হবে। কিন্তু, প্রাথমিকভাবে বিজেপির নির্বাচনী কার্যালয়ে কান পাতলে, এই অপ্রত্যাশিত ফলের বিভিন্ন কারণ উঠে আসছে -